প্রবল ঝড়-বৃষ্টিতে কাঁপছে দিল্লি, গাছ ভেঙে একই পরিবারে মৃত্যু ৪ জনের

নয়াদিল্লি: শুক্রবার ভোরে প্রবল ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি আর ভারী বর্ষণে কার্যত ভেসে গেল রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা (এনসিআর)। আবহাওয়ার রুদ্ররূপের জেরে রাজধানীজুড়ে নেমে এল…

delhi storm rain hailstorm

নয়াদিল্লি: শুক্রবার ভোরে প্রবল ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি আর ভারী বর্ষণে কার্যত ভেসে গেল রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা (এনসিআর)। আবহাওয়ার রুদ্ররূপের জেরে রাজধানীজুড়ে নেমে এল চরম অচলাবস্থা। দিল্লি বিমানবন্দরে অন্তত ৪০টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়, প্রায় ১০০টিরও বেশি বিমানের সময়সূচি বিঘ্নিত হয়েছে।

নিমগাছ ভেঙে মৃত্যু এক পরিবারের চারজনের

দ্বারকা-র জাফরপুর কালাঁ এলাকার খড়খড়ি নহর গ্রামে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল ঝড়ে একটি বিশাল নিমগাছ পড়ে যায় একটি টিউবওয়েলের ঘরের উপর। ওই ঘরেই ছিলেন জ্যোতি নামে এক মহিলা ও তাঁর তিন সন্তান। গাছ ও ঘরের চাপে আটকে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও শেষ রক্ষা হয়নি৷ RTR হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। সামান্য আঘাত পান জ্যোতির স্বামী অজয়।

বাতাস ৮০ কিমি প্রতি ঘণ্টায়, ৩০ মিনিটে তাপমাত্রা কমল ৯ ডিগ্রি delhi storm rain hailstorm

আবহাওয়া দফতরের (IMD) দেওয়া তথ্যে জানা গিয়েছে, শুক্রবার ভোরে দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০-৮০ কিমি। সফদরজংয়ে ৫টা ১০ মিনিটে বাতাসের বেগ ছিল ৮০ কিমি, পালামে ৭৪ কিমি। মাত্র তিন ঘণ্টার মধ্যে প্রায় ৮ সেন্টিমিটার বৃষ্টি হয়। ৫টায় যেখানে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মাত্র ৩০ মিনিটে তা নেমে দাঁড়ায় ১৯ ডিগ্রিতে।

জলজটে অচল সকাল, বিমানবন্দরে সতর্কতা

দিল্লির আর কে পুরম, লাজপত নগর, দ্বারকার মতো এলাকায় জল জমে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। কর্মব্যস্ত সকালটা কার্যত ভোগান্তির প্রতিচ্ছবি হয়ে ওঠে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “বিমানবন্দর সচল থাকলেও আবহাওয়ার কারণে বেশ কিছু বিমানের সময়সূচি প্রভাবিত হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, নিজেদের এয়ারলাইনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য।”

Air India, IndiGo-সহ অন্যান্য সংস্থাও একই বার্তা দিয়েছে।

মুখ্যমন্ত্রীর এলাকা পরিদর্শন

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মজনু কা টিলা, আইটিও-সহ একাধিক এলাকা পরিদর্শন করেন। ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত চালানোর নির্দেশ দেন তিনি।

উত্তর, পূর্ব ও দক্ষিণ ভারতের বহু রাজ্যে সতর্কতা জারি
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত হতে পারে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে।

ওড়িশায় বিশেষ সতর্কতা

ওড়িশার কান্ধমাল, কালাহান্ডি ও রায়গড়ায় ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝড়, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। কৃষকদের বলা হয়েছে মাঠের কাজ বন্ধ রাখতে।

সম্প্রতি, কালবৈশাখীর দাপটে ওড়িশার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের চত্বরে বহু গাছ উপড়ে পড়ে। তবে দমকল বাহিনী দ্রুত তা সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Bharat: Severe storm hits Delhi & NCR with heavy rain, hailstorm, and strong winds. Flight disruptions at Delhi airport, diversions reported. Fatal tree fall in Dwarka kills four. Temperature drops drastically.