Delhi: বেলা গড়াতেই দিল্লিতে আঁধার, দু’দশকে সর্বাধিক শীত

হাড়হিম করা ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি (Delhi)। তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে। দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিল্লির আরেকটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র…

The winter ambiance in North and South Bengal, how will the weather be in Kolkata amidst the drop in temperature?

হাড়হিম করা ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি (Delhi)। তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে। দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিল্লির আরেকটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র লোধি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যা মরশুমের শীতলতম দিন বলে উল্লেখ করেছে আবহাওয়া দফতর।

তীব্র শীতের দাপট এবং ঘন কুয়াশার কারণে গত কয়েক দিন ধরে জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। রবিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা সাফদারজং-এ ৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং লোধি রোডে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার থেকে দিল্লিতে পারদ 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে কারণ বাসিন্দারা তীব্র ঠান্ডায় কাঁপছে।

   

সোমবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি-এনসিআর। দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছে। কুয়াশার দাপটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০ টিরও বেশি বিমান দেরিতে ওঠানামা করছে। দিল্লির সঙ্গে দেশের বিভিন্ন অংশের সংযোগকারী ১৮টি ট্রেনও আজ লেটে চলছে ।দিল্লি বিমানবন্দর যাত্রীদের জন্য আডভাইজারি জারি করেছে।যাত্রীদের অনুরোধ করেছে যে তারা ভ্রমণের আগে যেন বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করেন।

প্রসঙ্গত, দিল্লির থেকে গরম এখন কাশ্মীর। জানুয়ারি মাসের শুরু থেকেই কাশ্মীরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৫ ডিগ্রিতে। যা ২০ বছরে রেকর্ড বলে মনে করছেন অবহাওয়া বিদরা। কারণ জানুয়ারি মাসে এতোটা গরম কাশ্মীরে কখনও দেখা যায়নি। জানুয়ারি মাসে কোনও তুষারপাতই হয়নি ভূস্বর্গে। শুকনো খটখটে পহেলগাঁও, শোনমার্গ, গুলমার্গ।