দিল্লি পুলিশকে চাণক্যপুরী এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের পিছনে বিস্ফোরণের বিষয়ে সতর্ক করা হয়। এই বিস্ফোরণটির বিষয় আজ সন্ধ্যে 6 টার দিকে দিল্লি ফায়ার সার্ভিসে একজন অজ্ঞাত ব্যক্তি ফোন করে কর্তৃপক্ষকে জানায়। ফোন করা ব্যক্তি দাবি করেছেন যে ইসরায়েলি দূতাবাসের পিছনে একটি খালি প্লটে এক বিস্ফোরণ ঘটেছে।
পরে বোমা স্কোয়াডসহ পুলিশের বিশেষ সেলের দল পরিদর্শনের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। কর্মকর্তারা এলাকায় চিরুনি তল্লাশি চালায়। তবে ওই স্থানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
যে ব্যক্তি ফোন করেছিলো তার পরিচয়, সেই সঙ্গে উদ্দেশ্য, বর্তমানে তদন্তাধীন। বিস্তারিত বিষয়ে তদন্ত চলছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
