কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণের বাড়িতে দিল্লি পুলিশের হানা

যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এক স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি এই মামলার তদন্ত করছে।

মঙ্গলবার, উত্তর প্রদেশের গোন্ডায় বিজেপি সাংসদের বাড়িতে পৌঁছে যায় এসআইটির সদস্যরা। সূত্রের খবর, এদিন ব্রিজভূষণের বাসভবনে গিয়ে, তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিররা যে যৌন হয়রানির অভিযোগ করেছেন, সেই বিষয়ে ১২ জনের বক্তব্য নথিভুক্ত করেছে পুলিশ। যাদের বিবৃতি নথিভুক্ত করা হয়েছে, তাদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্রও সংগ্রহ করেছে তদন্তকারীরা।

   

ব্রিজভূষণের কয়েকজন সমর্থককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় মোট ১৩৭ জনের বক্তব্য রেকর্ড করা হল।

প্রসঙ্গত, ২৮ এপ্রিল, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে কনৌট প্লেস থানায় দুটি এফআইআর নথিভুক্ত করেছিল দিল্লি পুলিশ। এই মামলার ক্ষেত্রে প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ বলে, অভিযোগ করেছিলেন কুস্তিগিররা।

এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। এরপর সুপ্রিম কোর্টের আদেশে ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলার শালীনতা ক্ষুব্ধ করা, যৌন হয়রানি-সহ বেশ কয়েটি ধারায় মামলার দায়ের করে দিল্লি পুলিশ।

এই অবস্থায় প্রায় একমাস ধরে দিল্লির যন্তর মন্তর চত্বরে ব্রিজভূষণের শাস্তির দাবিতে অবস্থান করছেন কুস্তিগিররা। সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো বিশ্বখ্যাত কুস্তিগিররা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।
ব্রিজভূষণের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন