Delhi: নৃশংসভাবে মাথা থেঁতলে খুন, জখম আরও এক

News Desk: এক নারকীয় ঘটনার সাক্ষী হল রাজধানী দিল্লি। রাস্তার উপর পিটিয়ে মারা হল বছর কুড়ির এক তরুণকে। গণপ্রহার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও…

delhi-police

News Desk: এক নারকীয় ঘটনার সাক্ষী হল রাজধানী দিল্লি। রাস্তার উপর পিটিয়ে মারা হল বছর কুড়ির এক তরুণকে। গণপ্রহার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।

সোমবার রাতে দিল্লির সঙ্গম বিহারে (sangam bihar) এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ওই মারধরের ঘটনাটি স্থানীয় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই রমজান আলি নামে একজনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার রাতে পঙ্কজ ও যতীন নামে দুই বন্ধু তাদের এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফিরছিল। যতীন এবং পঙ্কজ দুজনেরই বয়স ২০-২১ এর মধ্যে। সঙ্গম বিহার এলাকায় তাদের কয়েকজন ঘিরে ধরে। এরপর তাদের ওপর চলে কিল-ঘুসি। পঙ্কজ ও যতীন রাস্তার উপর পড়ে গেলে তাদের মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়।

গুরুতর জখম দুই যুবককে রাস্তার পাশে নর্দমায় ফেলে দিয়ে অভিযুক্তরা সকলেই চম্পট দেয়। ওই দুই তরুণের পকেটে থাকা হাজার তিনেক টাকাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

সোমবার রাতে এই ঘটনা ঘটলেও পুলিশ খবর পায়ে মঙ্গলবার বিকেলের দিকে। দুষ্কৃতীদের মারে গুরুতর জখম পঙ্কজ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। যতীনকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো যায়নি। গুরুতর জখম পঙ্কজ এইমসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি।

যতীনের মৃত্যুতে পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করেছে। সঙ্গম বিহারের এই গণপিটুনির কথা স্বীকার করে নিয়েছেন দিল্লির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হর্ষবর্ধন মন্ডব্য। তিনি বলেছেন, সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ওই ঘটনায় ৮ জন জড়িত রয়েছে বলে দেখা গিয়েছে। ওই ওই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তল্লাশি চলছে।

ইতিমধ্যেই রমজান আলি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজার চেষ্টা চলছে। আশা করছি খুব শীঘ্রই এই ঘটনায় জড়িত সকলেই গ্রেফতার হবে। সঙ্গম বিহারের এই ঘটনা আরও একবার দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেআব্রু করে দিল বলে অভিযোগ।