কেন মহুয়ার বিরুদ্ধে এফআইআর? দিল্লি পুলিশের জবাব চাইল আদালত

জাতীয় মহিলা কমিশন প্রধান রেখা শর্মাকে নিয়ে সোশাল মিডিয়ায় ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর…

mahua moitra

জাতীয় মহিলা কমিশন প্রধান রেখা শর্মাকে নিয়ে সোশাল মিডিয়ায় ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মহুয়া। সেই মামলায় এবার দিল্লি পুলিশের জবাব তলব করল আদালত।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে ‘পাজামা’ মন্তব্যের জেরেই মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে এফআইআর দায়ের হয়। ১ জুলাই থেকে কার্যকর হওয়ার পর ন্যায় সংহিতার অধীনে দিল্লি পুলিশের বিশেষ সেলের দায়ের করা এটি প্রথম এফআইআর।

   

এই সেকশন অনুযায়ী, মহিলাদের মর্যাদাহানি করে এমন ধরনের শব্দ প্রয়োগ অপরাধ। শুক্রবার বিচারপতি নীনা বনসল কৃষ্ণ দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন। চার সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর।

ববিকে বরখাস্তের দাবিতে গীতা হাতে পথে শুভেন্দু! বয়কটে প্রবল চাপে ফিরহাদ?

এবার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন মহুয়া। সংসদে প্রথম ভাষণে মহুয়া বলেন, শেষবার যখন আমি এখানে যখন দাঁড়িয়েছিলাম, আমাকে কথা বলতে দেওয়া হয়নি। কিন্তু একজন সাংসদের মুখ বন্ধ করার ফল হাড়ে হাড়ে টের পেয়েছে শাসকদল। আমাকে দমাতে গিয়েছিল, মানুষ ওদের ৬৩ জন সাংসদকে তাড়িয়ে দিয়েছে।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে। লোকসভার এথিক্স কমিটি রিপোর্টে মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। তার পরেই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ধ্বনিভোটে খারিজ হয়ে যায় মহুয়ায় সাংসদপদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডি জোটের অন্যান্য নেতারা মহুয়ার পাশে দাঁড়ান।

লোকসভা ভোটে হারের দু’মাস পর ‘প্রকাশ্যে’ বিজেপির তাপস

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের তৃণমূলের টিকিটে লড়বেন মহুয়া মৈত্র। সেই মতো দল লোকসভা ভোটের টিকিট তাঁকে। মহুয়া বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়েছিলেন কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়। বিজেপি প্রার্থীকে ৬০ হাজারেরও বেশি হারিয়ে দেন মহুয়া।