দিল্লি জয়ে ভুয়ো ভোটার তালিকা তৈরি বিজেপির, প্রতিবাদ কেজরিওয়ালের

শীতের রাজধানীতে ক্রমশই বাড়ছে ভোটের উত্তাপ। দিল্লি নির্বাচন (Delhi Election 2025) যত এগিয়ে আসছে, ততই তীব্রতর হচ্ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনে ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করছে বিজেপি।…

Delhi Election 2025 Arvind Kejriwal-Election Commission meeting over fake voters row

শীতের রাজধানীতে ক্রমশই বাড়ছে ভোটের উত্তাপ। দিল্লি নির্বাচন (Delhi Election 2025) যত এগিয়ে আসছে, ততই তীব্রতর হচ্ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনে ভুয়ো ভোটারদের তালিকাভুক্ত করছে বিজেপি। এমনই অভিযোগ তুলে সম্প্রতি সরব হয় অরবিন্দ কেজরিওয়াল। ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ নিয়ে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে (Kejriwal-EC meeting over fake voter row)।

এই দাবিতেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের (Rajeev Kumar) সঙ্গে বৈঠক করলেন আম আদমী পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অতীশীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে যান আপ প্রধান। ভুয়ো ভোটার তালিকাভুক্ত করে দিল্লির নির্বাচনে ফায়দা তুলতে চাইছে বিজেপি। সম্প্রতি এমন দাবি তুলে মোদী-শাহদের বিরুদ্ধে সরব হয় কেজরিওয়ালের দল।

   

তবে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত নিয়ে আপের দাবি একরকম নস্যাৎ করেছে নির্বাচন কমিশন। যথেষ্ট স্বচ্ছতার সঙ্গেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এদিকে বিজেপিও আপের তোলা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

পাশাপাশি দিল্লিতে জাঠ ভোট নিয়েও নতুন করে তরজা শুরু হয়েছে আপ-বিজেপির মধ্যে। কেজরিওয়ালের দাবি, দিল্লির ওবিসি তালিকায় জাঠ সমাজকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিজেপি সরকার এলে ওবিসি তালিকায় জাঠদের নাম ওই তালিকায় পুনরায় নথিভুক্ত হবে না। এবিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি চিঠি লিখেছেন বলেও জানান দিল্লির প্রাক্তণ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তবে চুপ করে বসে নেই পদ্ম শিবিরও। দিল্লি নির্বাচনে জাঠ মুখ হিসেবে পরবেশ ভর্মাকে মনোনয়ন দিয়েছে মোদী-শাহেরা। তবে পরবেশ ভর্মাকে নিয়ে চরম আপত্তি তুলেছে কেজরিওয়ালের দল। তাঁদের অভিযোগ, চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভোট চেয়েছেন বিজেপির এই জাঠ প্রার্থী। এদিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও বিষয়টিকে তুলে ধরেন অরবিন্দ-অতীশীরা।