Delhi: মন্দিরে গায়ক বি প্রাকের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে বিপত্তি, মৃত ১, আহত ১৭

দিল্লির (Delhi) কালকাজি মন্দিরে বড়সড় দুর্ঘটনা। অনুষ্ঠান চলাকালীন আচমকাই ভেঙে পড়ল মঞ্চ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার এবং ১৭ জন আহত হয়েছেন বলে খবর। পুলিশ…

দিল্লির (Delhi) কালকাজি মন্দিরে বড়সড় দুর্ঘটনা। অনুষ্ঠান চলাকালীন আচমকাই ভেঙে পড়ল মঞ্চ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার এবং ১৭ জন আহত হয়েছেন বলে খবর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিখ্যাত গায়ক বি প্রাক। বলা হচ্ছে, জনতা তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল।মঞ্চের ওপর উঠতেই ভেঙে পরে মঞ্চ।

গত ২৬ বছর ধরে দিল্লির নাম করা এই কালকাজি মন্দিরে মাতা জাগরণের আয়োজন করা হচ্ছে। সেই অনুযায়ী ২৭ জানুয়ারিও অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিখ্যাত গায়ক বি প্রাকও এসেছিলেন এই অনুষ্ঠানে। তাই অনুষ্ঠানের ভিড় ছিল প্রচুর। পুলিশ সূত্রে খবর, আয়োজকরা অনুষ্ঠানের জন্য যথাযথ অনুমতি নেননি। তবে পুলিশ খবর পেয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছিল।

 

জানা গিয়েছে, গায়ক বি প্রাক যখন মঞ্চে এলেন, তখন অপ্রত্যাশিতভাবে ভিড় বাড়তে শুরু করে। রাত সাড়ে ১২টা নাগাদ প্রায় ১৫০০-১৬০০ ভক্ত সেখানে পৌঁছে যান। অনুষ্ঠান মঞ্চে এক সময়ে অনেক বেশি সংখ্যর ভক্ত উঠে পড়েন। ভক্তদের চাপ সামলাতে না পেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চটি। সেই সময় টাল সামলাতে না পেরে পড়ে যান মঞ্চে থাকা মানুষজন। সেই সময়ই মৃত্যু হয় এক মহিলার। দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন আরও ১৭ জন ভক্ত। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয়। এইমস, সফদরজং সহ বড় বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ভক্তদের। আহত ভক্তদের চিকিৎসা চলছে হাসপাতালেই।

জানা গিয়েছে, আহত ভক্তদের মধ্যে প্রায় সবারই শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অনেকেরই হাড় ভেঙেছে বিভিন্ন জায়গার। তবে এখন আর কারও প্রাণ সংশয় নেই বলেই জানানো হয়েছে হাসপাতালগুলির তরফ থেকে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার এখনও পরিচয় পাওয়া যায়নি। দিল্লি পুলিশ আয়োজকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।