Arvind Kejriwal: কেজরির করোনা হয়েছে, আম আদমিরা উদ্বেগে

arvind kejriwal

এবার করোনায় (coronavirus)  আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি সুপ্রিমো মঙ্গলবার টুইটে লেখেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। কিন্তু গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অবশ্যই কোভিড টেস্ট করেন।

Advertisements

কেজরিওয়াল এদিন টুইটে জানিয়েছেন, ‘আমার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের আইসোলেট করে নিন এবং টেস্ট করান।’

   

উল্লেখ্য, সোমবার ২৪ ঘন্টার নিরিখে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৯৯ জন। সরকারি ঘোষণা অনুযায়ী পজিটিভিটি রেট ৬.৪৬%। অ্যাকটিভ রোগীর সংখ্যা প্রায় ১১ হাজারের মতো। ৬,২৮৮ জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন। সোমবার দিল্লিতে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫০৯ জন সুস্থ হয়েছেন।

রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত বৃদ্ধি হয়েছিল ২৮%।

এদিকে গত কয়েক সপ্তাহে কেজরিওয়াল নির্বাচনী প্রচারে গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ ঘুরেছেন। সোমবার তিনি দেরাদুনে একটি নির্বাচনী প্রচারসভায় ছিলেন। এই প্রথমবার তিনি করোনা আক্রান্ত হলেন। গত বছর শরীরে উপসর্গ ধরা পড়ার পর তিনি নিভৃতবাসে চলে যান। কিন্তু টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল।

Advertisements

<

p style=”text-align: justify;”>