Arvind Kejriwal: জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী, রাজধানীতে জোর গুঞ্জন

Delhi Chief Minister Arvind Kejriwal could be arrested after questioning

আবগারি দুর্নীতি মামলার CBI তলব করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। রবিবার সিবিআই সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালকে। এর পরেই দিল্লি সহ দেশ জুড়ে গুঞ্জন গ্রেফতার করা হতে পারে কেজরিকে।

Advertisements

আবগারি দুর্নীতি মামলায় আগেই সিবিআই গ্রেফতার করেছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। তিনি তিহার জেলে বন্দি। গোটা মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে সিসোদিয়াকে নাম দিয়েছে তদন্তকারী সংস্থা। সিসোদিয়া আবগারি নীতি তৈরি ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছেন।

   

কেজরিককে সমন পাঠানোর পিছনে রাজনৈতিক চক্রান্ত বলেও বার্তা ছড়াচ্ছে। কারণ, সম্প্রতি লোকসভা ভোটকে সামনে রেখে কংগ্রেসের উদ্যোগে যে অ-বিজেপি জোট গঠিত হয়েছে তার অন্যতম মুখ কেজরিওয়াল। সদ্য যেসব জাতীয় দলের তালিকা বের করেছে নির্বাচন কমিশন তাতে আম আদমি পার্টির নাম ঢুকেছে। জাতীয় দলের তকমা পাওয়ার পরেই সিবিআই দফতরে যাওয়ার ডাক পেলেন কেজরি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements