Spice Jet: আকাশে ধরল আগুন, বিপদ মাথায় নিয়ে স্পাইস জেট পৌঁছল পাটনা

পাটনাবাসী অনেকের মোবাইলে ধরা পড়েছে নামতে থাকা বিমান থেকে বের হচ্ছে ধোঁয়া। বিরাট বিমান দুর্ঘটনার কবল থেকে বাঁচিয়ে কোনওরকমে স্পাইস জেটকে (Spice Jet) পাটনা বিমানবন্দরে…

Spice Jet: আকাশে ধরল আগুন, বিপদ মাথায় নিয়ে স্পাইস জেট পৌঁছল পাটনা

পাটনাবাসী অনেকের মোবাইলে ধরা পড়েছে নামতে থাকা বিমান থেকে বের হচ্ছে ধোঁয়া। বিরাট বিমান দুর্ঘটনার কবল থেকে বাঁচিয়ে কোনওরকমে স্পাইস জেটকে (Spice Jet) পাটনা বিমানবন্দরে অবতরণ করালেন পাইলট। যাত্রীরা সুরক্ষিত।

পাটনা বিমানবন্দর কর্তপক্ষ জানাচ্ছে, দিল্লি থেকে পাটনা উড়ে আসছিল বিমানটি। নামার কিছু আগে ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া বের হতে শুরু করে। তড়িঘড়ি বিপদ সংকেত পাঠান চালক। এদিকে সংকেত পেয়ে পাটনা বিমান বন্দর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্খা নেয়।

পাটনা শহরের উপরে স্পাইস জেট বিমানটি আসতেই অনেকের নজরে আসে ধোঁয়া বের হচ্ছে। মোবাইলে তোলা সেসব ছবি থেকে স্পষ্ট, বিমানটি প্রবল বিপদের মধ্যেই ছিল। তবে বিপদ বাঁচিয়ে অবতরণ করাতে পারেন চালক।

Advertisements

বিমানে থাকা ১৮৫ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন। চালকের সন্দেহ কোনওকারণে পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনে আগুন ধরে যায়।