উড়তে গিয়েই বিপত্তি! রানওয়েতে দুর্ঘটনার মুখে বেঙ্গালুরুগামী ইন্ডিগো

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ইন্ডিগো বিমান (Indigo flight accident)। বুধবার দিল্লি-বেঙ্গালুরুগামী একটি ইন্ডিগোর বিমান রানওয়ের ওড়ার মুহূর্তে রানওয়েতে ঘষটে গেল বিমানের পিছনের অংশ। ধাক্কার জেরে আতঙ্কিত যাত্রীরা। শেষমেশ বাতিলই করে দেওয়া হল উড়ান। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে। 

রাজ্যকে ‘বিজ্ঞপ্তি’ সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টের 

   

গত ৯ সেপ্টেম্বর দিল্লি বিমানবন্দর থেকে ওড়ার সময় ঘটনাটি ঘটে। বিমান সংস্থা ইন্ডিগোর ওই যাত্রীবাহী বিমানটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার মুহূর্তেই বাধে বিপত্তি।

সিসিটিভি ফুটেজ বিতর্ক, সরব হলেন দেবাংশু

বিমানের পিছনের অংশ ঘষটে যায় মাটির সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে (এটিসি) বিষয়টি জানান বিমানচালক। তবে শেষমেশ বাধ্য হয়ে উড়ানটিই বাতিল করা হয়। ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।

আরজি কর কাণ্ডে আসল দোষী কে? ধরিয়ে দিলেন দেবাংশু!

গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশান বা ডিজিসিএ। সেই মতো ওই বিমানে থাকা সমস্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ডিজিসিএ।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন