দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলা! ATC বিভ্রাটে বিলম্ব ফ্লাইটে, বিপাকে যাত্রীরা

Delhi Airport Flight Delay

নয়াদিল্লি: শুক্রবার সকাল থেকেই কার্যত অচল হয়ে পড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGIA)। এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সিস্টেমে আচমকা প্রযুক্তিগত ত্রুটির জেরে একাধিক উড়ান দেরিতে ছাড়ে, বহু বিমানকে আকাশে চক্কর দিতে হয় অবতরণের অনুমতির অপেক্ষায়। ফলে সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

Advertisements

সফটওয়্যারজনিত গোলযোগ

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, স্পাইসজেট-সহ একাধিক বিমান সংস্থার উড়ান সূচি বিঘ্নিত হয়। ইঞ্জিনিয়ারিং দল ও ATC কর্তৃপক্ষ একযোগে কাজ শুরু করেছে সমস্যার উৎস চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে। প্রাথমিকভাবে অনুমান, সফটওয়্যারজনিত গোলযোগ থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত।

   

দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) এক বিবৃতিতে জানিয়েছে, “ATC সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে বর্তমানে উড়ান চলাচলে বিলম্ব হচ্ছে। আমাদের দল সমস্ত সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, দ্রুত স্বাভাবিক পরিষেবা ফেরাতে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।”

যাত্রীদের উদ্দেশে বার্তা

যাত্রীদের উদ্দেশে DIAL জানিয়েছে, তাঁরা যেন নিজেদের উড়ানের সর্বশেষ আপডেট জানতে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখেন। পাশাপাশি, যাত্রীদের হওয়া অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisements

লো-কস্ট এয়ারলাইন স্পাইসজেট-ই প্রথম এই বিপর্যয়ের কথা প্রকাশ্যে আনে। এক্স (পূর্বতন টুইটার)-এ সংস্থা লিখেছে, “দিল্লিতে ATC কনজেশনের কারণে সমস্ত উড্ডয়ন ও অবতরণে প্রভাব পড়তে পারে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন spicejet.com/#status-এ গিয়ে নিজেদের ফ্লাইট স্ট্যাটাস দেখে নেন।”

সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সকাল থেকে একের পর এক উড়ান দেরিতে ছাড়ছে, কিছু ক্ষেত্রে ল্যান্ডিং ও টেকঅফ সীমিত সংখ্যায় চালানো হচ্ছে। তবে ATC কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে এবং সিস্টেম স্থিতিশীল হলেই স্বাভাবিক পরিষেবা শুরু হবে।

দেশের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের প্রযুক্তিগত ব্যাঘাতকে গুরুতর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, “এমন ঘটনায় শুধু দিল্লি নয়, সারাদেশের ফ্লাইট নেটওয়ার্কের ওপরও চেন রিঅ্যাকশন তৈরি হয়।”