বিরাট ধাক্কা কেজরিওয়ালের! আপ ছেড়ে বিজেপিতে হেভিওয়েট বিধায়ক

দেশজুড়ে উপনির্বাচনের দিন বিরাট ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। ছতরপুরের আপ বিধায়ক কর্তার সিং তানওয়ার এদিন বিজেপিতে যোগ দেন। বিজেপির সদর দফতরে…

দেশজুড়ে উপনির্বাচনের দিন বিরাট ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। ছতরপুরের আপ বিধায়ক কর্তার সিং তানওয়ার এদিন বিজেপিতে যোগ দেন। বিজেপির সদর দফতরে দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে পদ্ম হাতে নেন কর্তার।

দিল্লি বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা বলেন, দক্ষিণ দিল্লির সৈয়দ-উল-আজাইব ওয়ার্ডের আপ কাউন্সিলর উমেদ সিং ফোগাট এবং আরও কয়েকজন আপ সদস্যও এই অনুষ্ঠানে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং তাঁদের স্বাগত জানাতে অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন।

   

অরুণ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে আপ নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরা অনুভব করেছেন যে আম আদমি পার্টিতে কাজ করা অনেকটা একনায়কতন্ত্রের অধীনে কাজ করার মতো। আম আদমি পার্টিতে দুর্নীতি চরমে… এঁরা সকলেই বিজেপির সদস্যপদ নিয়েছেন এবং আমরা সকলকে দলে স্বাগত জানাই।

বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়

তানওয়ার ছত্তরপুর থেকে দ্বিতীয়বারের বিধায়ক। তিনি ২০১৫ সালে প্রথম জিতেছিলেন ওই কেন্দ্র থেকে। ২০২০ সালে আপ তাঁকে পুনরায় প্রার্থী করে। ২০১৪ সালে আম আদমি পার্টিতে যোগ দেওয়ার আগে তিনি বিজেপির সদস্য ছিলেন। অবশেষে আপ ঘুরে ফের সেই ভারতীয় জনতা পার্টিতে ফিরলেন তিনি।

এদিন আরেক প্রাক্তন আপ নেতা রাজকুমার আনন্দও এদিন বিজেপিতে যোগ দেন। আম আদমি পার্টি থেকে পদত্যাগের পর মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে যোগ দিয়েছিলেন রাজকুমার। এদিন রাজকুমার আনন্দের পাশাপাশি তাঁর স্ত্রী বীণা আনন্দও বিজেপিতে যোগ দিয়েছেন। এ ছাড়া আম আদমি পার্টির আরও কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন।

আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার ঠিক আগেই রাজকুমার আনন্দের বিজেপিতে যোগ নিঃসন্দেহে আপের জন্য একটি বড় ধাক্কা, এমনটাই মত ওয়াকিবহল মহলের।

উপনির্বাচনের মাঝেই শক্তি বাড়াল বিজেপি, গেরুয়া শিবিরে যোগ হেভিওয়েট নেতার