‘কার্গিল যুদ্ধে কারোর সমর্থন না পেয়েও ভারত জিতেছিল’, স্মৃতি উস্কে দিলেন রাজনাথ

কার্গিল বিজয় দিবস উপলক্ষে এবার জম্মুতে কার্গিল যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

তিনি বলেন, ‘দেশের সেবার জন্য সেনা জওয়ানদের প্রশংসা যত করা হয় ততই কম। কার্গিল যুদ্ধে আমাদের তিন বাহিনীর (ভারতীয় সেনাবাহিনী) মধ্যে সমন্বয় দেখা গেছে। সেনাবাহিনীর সহায়তায় বিমান বাহিনী যখন অপারেশন হোয়াইট সি পরিচালনা করে, তখন নৌবাহিনী আরব সাগরে করাচির দিকে যাওয়ার সমুদ্রপথগুলি অবরুদ্ধ করতে একটি বড় ভূমিকা পালন করে।’

   

রাজনাথ স্পষ্ট বার্তা, ‘পাক অধিকৃত কাশ্মীর আমাদের। এদিকে ভারতীয় সেনার কাছে পাকিস্তান বারবার মার খেয়েও নিজেদের স্বভাব ছাড়ছে না। কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্যরা পাকিস্তানকে ধূলিসাৎ করে দিয়েছিল। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, পাকিস্তান যদি আবারও এই দুঃসাহসিক কাজ করে, তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে। আমি আশা করি নিজেদের ভালোর জন্য পাকিস্তান বিচক্ষণতার সাথে কাজ করবে।’

কার্গিল বিজয় দিবস উপলক্ষে তিনি বলেন, ‘কার্গিল যুদ্ধে ভারত বিশ্বের সমর্থন পায়নি ৷ কিন্তু তারপরেও ভারত এই যুদ্ধ পূর্ণ শক্তি নিয়ে লড়েছে ৷ আর তাতেই জয়ী হয়েছে ভারত ৷ পাকিস্তানকে এই যুদ্ধের ধাক্কার মুখে পড়তে হয়েছে ৷’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন