সরকারি প্রতিরক্ষা সংস্থায় কর্মখালি, কোন পদে নিয়োগ?

Defence Job: আপনি কি চাকরি খুঁজছেন? সেটা কি সরকারি চাকরি হলে ভাল হয়? সরকারি চাকরি যদি প্রতিরক্ষা ক্ষেত্রে হয়, তাহলে তা চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই পছন্দের তালিকায়…

job representative

Defence Job: আপনি কি চাকরি খুঁজছেন? সেটা কি সরকারি চাকরি হলে ভাল হয়? সরকারি চাকরি যদি প্রতিরক্ষা ক্ষেত্রে হয়, তাহলে তা চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই পছন্দের তালিকায় হবে। অর্থাৎ চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিরক্ষা সংস্থা Yantra India Limited। যন্ত্র ইন্ডিয়া লিমিটেড আইটিআই এবং নন-আইটিআই শিক্ষানবিশের জন্য বাম্পার নিয়োগের ঘোষণা করেছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন –

   

পদের নাম –
১। আইটিআই শিক্ষানবিশ (Apprentice)
২। নন-আইটিআই শিক্ষানবিশ (Apprentice)

শূন্যপদ –
কোম্পানি 4039 টি শূন্য পদের জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদের বিস্তারিত তথ্য দেওয়া হল নিচে-

Non ITI-1463
ITI/X ITI- 2576

কোথায় আবেদন করবেন?
শীঘ্রই এর জন্য আবেদন শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত আরও তথ্য-
Yantra ইন্ডিয়া লিমিটেডে শিক্ষানবিশ হবে এক বছরের জন্য। এর উদ্দেশ্য হল স্কিল ইন্ডিয়ার প্রচার করা, ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম।

কারা আবেদন করতে পারবেন?
দেশের সব রাজ্যের প্রার্থীরা এই শিক্ষানবিশের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা –
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা যারা আবেদন করবেন তাদের ন্যূনতম বয়সসীমা হবে ১৪ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হবে ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা –
Non ITI ক্যাটেগরির জন্য আবেদনকারী প্রার্থীকে হতে হবে মাধ্যমিক পাশ।
ITI ক্যাটেগরির ক্ষেত্রে, আবেদনকারী প্রার্থীকে হতে হবে মাধ্যমিক পাশ। পাশাপাশি থাকতে হবে আইটিআই (প্রাসঙ্গিক ট্রেড) এনসিভিটি/ এসসিভিটি থাকতে হবে

আরও বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।