সিবিআই-এর তদন্ত (CCTV Footage of RG Kar) নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য্য। তিনি তার সমাজমাধ্যমের পোস্টে লিখেছেন, “কলকাতা পুলিশ
মাত্র ১২ ঘন্টার মধ্যে পুরো এক মাসের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সবকিছু হস্তান্তর করেছে। সিবিআই-এর সদর দপ্তরে সেটিকে হার্ড ড্রাইভ এবং একটি ৩২ জিবির পেনড্রাইভে করে দেওয়া হয়েছে।
কিন্তু ৩৫ দিন পরও সিবিআই কিছু খুঁজে বের করতে পারেনি? এসসিতে এসজি তুষার মেহতার প্রতিক্রিয়া অন্তত তাই বলে।
তাহলে, এখন বিচার বিলম্বিত করার জন্য কে ওভারটাইম কাজ করছে?”
আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে। সেই শুনানির সময় নানান কথা এসেছে প্রকাশ্যে। রাজ্যকে নির্দেশ দেবার পর রাজ্য কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। আর সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “কলকাতা পুলিশ মাত্র ২৭ মিনিটের ফুটেজ দিয়েছে।” কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, “মোট ৭-৮ ঘন্টার সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে।”