লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ওয়েনাড যেন মৃত্যুপুরী

ওয়েনাডে (Wayanad landslide) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬। কেরলের ওয়েনাডে ভূমিধসের কারণে ক্রমেই বেড়ে চলছে মৃতের সংখ্যা। তবে বারেবারে বৃষ্টির জন্য থমকে যাচ্ছে উদ্ধার কাজ। কত জন আটকে রয়েছেন, কত জন নিখোঁজ তা স্পষ্ট নয়। তার মধ্যেই আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

Advertisements

Viral Encephalitis: হুহু করে ছড়াচ্ছে ভাইরাল এনসেফালাইটিস! এক মাসে কাড়লো ৫৬ জনের প্রাণ!

   

মৌসম ভবন জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ে হাওয়া বইতে পারে ওয়েনাড উপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সব স্কুল, কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। রাজ্যে দু’দিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার।

Advertisements

৯০’র আতঙ্ক উপত্যকায়! রাতের আঁধারে ভস্মীভূত কাশ্মীরি পন্ডিতদের ভিটেবাড়ি

ভারতীয় সেনাবাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। পিটিআই এর প্রকাশিত তথ্য অনুসারে প্রায় ১০০০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এক উচ্চপদস্থ সেনাপ্রধান জানিয়েছে যে গত ১৫ দিন ধরে তাঁরা আগাম পরিস্থিতির উপর নজর রেখেছিল এবং সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছিল। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় ২২৫ জন সেনাবাহিনীর জওয়ান উদ্ধারকাজের ক্ষেত্রে কাজ করছেন এছাড়াও ১৪০ জন জওয়ানকে প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত আছে ভারতীয় বায়ুসেনাও। বুধবার ওয়ানেডে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর, তবে তাঁদের যাওয়া বাতিল করেছে স্থানীয় প্রশাসন।