Helicopter Crash: বিমানবন্দরেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত একাধিক পাইলট

ছত্তিশগড়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়পুরে একটি বিমানবন্দরে হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে খবর। এই দুর্ঘটনায় এখনো অবধি দুজন পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।…

Helicopter Crash: বিমানবন্দরেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত একাধিক পাইলট

ছত্তিশগড়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়পুরে একটি বিমানবন্দরে হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে খবর। এই দুর্ঘটনায় এখনো অবধি দুজন পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

রায়পুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটি অবতরণ করানোর সময়ে হঠাৎ করেই আগুন ধরে যায়। এহেন দুর্ঘটনার জেরে মর্মান্তিক মৃত্যু হয় হেলিকপ্টারে থাকা দুই পাইলটের। মৃত দুই পাইলটের নাম ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পাণ্ডা ও ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পাইলটরা ভিটি-সিএইচজি নামে একটি রাষ্ট্রীয় হেলিকপ্টারে ছিলেন। এরপর রাত ৯টা ১০ মিনিটের দিকে রানওয়ে থেকে দূরে কিন্তু রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরের ট্যাক্সিওয়ের কাছে ভেঙে পড়ে।

Advertisements

অন্যদিকে এই ঘটনা নিয়ে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। তিনি টুইটে জানিয়েছেন, ‘সবে মাত্র এই দুসংবাদটি পেলাম। আমাদের দুজন পাইলটই মারা গিয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করি। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’