Odisha: দুই পৃথক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, আহত ২৫

ওড়িশায় ২৪ ঘন্টার মধ্যে দু’টি দুর্ঘটনা। মৃত্যু হয়েছে মোট ১১ জনের। আহত ২৫ জন। ঘটনা দু’টি ঘটেছে বালাসোর এবং সুবর্ণপুরে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বালাসোর নিয়ন্ত্রণ হারিয়েছিল কয়লা বোঝাই একটি লড়ি। চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় লরি গিয়ে ধাক্কা মারে একটি বাসে। বাসের পিছনে সজোরে ধাক্কা মেরেছিল কয়লা বোঝাই লড়ি। ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ জন। আহত ২০। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের কাছে বিদু এলাকায়।

   

যাত্রী তোলার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। তখনই ঘটে দুর্ঘটনা। ময়ুরভঞ্জ থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল লড়িটি। সংঘর্ষের পর বাসটি ছিটকে গিয়ে পরে রাস্তার ধারে। মহিলা সহ এক শিশু-ও রয়েছে নিহতের তালিকায়।

অপর এক ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন তারা। মাঝপথে দুর্ঘটনা। লড়ি এবং এসইউভি’র মধ্যে মুখোমুখি সংঘর্ষ। একই পরিবারের ৩ জন- সহ মৃত্যু হয়েছে মোট ৫ জনের৷ আহত হয়েছেন আরও ৫ জন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে মহানদী ব্রিজের ওপর। গাড়ি করে নিম্মা গ্রামের উলুন্দা ব্লকে ফিরছিলেন দশজন। কাউডিয়ামুন্ডা থেকে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন