Daood Ibrahim: করাচিতে রয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ, তোড়জোড় শুরু ইডি’র

ফের শিরোনামে উঠে এল কুখ্যাত আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। ইডির জেরার মুখে পরে দাউদ কোথায় আছে তাঁর ঠিকানা বলে দিলেন তাঁরই ভাগ্নে।

দাউদের ভাগ্নে আলি শাহ পারকর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়েছেন, দাউদ বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছে। জেরার সময় ইডিকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আলিশাহ বলে খবে। আলিশাহ বলেন, তার পরিবার এবং সে দাউদের সঙ্গে যোগাযোগ করছে না। ডেভিডের স্ত্রী মাহজাবীন উৎসবের সময় তার স্ত্রী ও বোনদের সঙ্গে যোগাযোগ করেন। উল্লেখ্য, দাউদের বোন হাসিনা পারকারের ছেলে আলি শাহ পারকর।

   

একটি আর্থিক তছরুপের মামলায় আলিশাহকে জেরা করছে ইডি। আলিশাহ জানিয়েছেন, তাঁর মামা দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচিতে রয়েছেন। জন্মের আগেই মুম্বই ছেড়ে দুবাই চলে যান তিনি। তিনি ১৯৮৬ সাল পর্যন্ত মুম্বাইয়ের ডাম্বারওয়ালা ভবনে বাস করতেন। আলিশাহ বলেন, তিনি তার বেশ কয়েকজন আত্মীয়ের কাছ থেকে শুনেছেন যে দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচিতে থাকে।

সম্প্রতি এই একই অর্থ তছরুপের মামলায় মহারাষ্ট্রের এনসিপি নেতা নবাব মালিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি ক্রয় মামলায় গত ২৩ ফেব্রুয়ারি মালেককে গ্রেফতার করা হয়। অভিযোগ, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তাঁর সঙ্গীদের নিয়ে অর্থ তছরুপের মামলায় জড়িয়েছেন নবাব মালিক। তাঁকে প্রথমে ইডি হেফাজতে পাঠানো হয়, তারপর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন