Covid 19: যেন দাবানল, এক লাফে আড়াই লাখ ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

এক লাফে বিপুল বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার…

short-samachar

এক লাফে বিপুল বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন । যা কিনা গতকালের তুলনায় ২৭ শতাংশ বেশি। দেশজুড়ে মৃত্যু হয়েছে ৩৭৯ জনের।

   

এছাড়া করোনা থেকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার ৮২৫ জন। সকলের চিন্তা বাড়িয়ে দেশজুড়ে বিপুল বাড়ল করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, এই সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ জন। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৮৮ জন। জানা গিয়েছে, দেশের মোট ২৮টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভেরিয়েন্টটি। দেশে সুস্থতার হা
র ১৩.১১ শতাংশ।

এদিকে যত দিন এগোচ্ছে মহারাষ্ট্রের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। রাজ্যে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭২৩ জনে। মুম্বইতেই ওমিক্রনের সংখ্যা ছাড়িয়েছে ১৩৭৬। এই সময়ে ৩২ জনের মৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছিল।২৪ ঘন্টার মধ্যে এখানে সক্রিয় মামলার সংখ্যা বেড়ে ১৮৬৫০ হয়েছে।

অন্যদিকে রাজধানীতেও হু হু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দিল্লিতে ২৭,৫৬১ টি নতুন করোনার খবর মিলেছে।