জম্মুতাওয়াই এক্সপ্রেসে গুলিবিদ্ধ একাধিক, রক্তাক্ত পরিস্থিতি

ভয়াবহ কান্ড। চলন্ত ট্রেনে ডাকাতি। চলল গুলি। যাত্রীদের লক্ষ্য করে গুলি চালাল ডাকাতরা। তীব্র আতঙ্ক। গুলিবিদ্ধ যাত্রীরা। কমপক্ষে দশজন জখম। গুলি চলেছে এলোপাথাড়ি। এই ঘটনা…

ভয়াবহ কান্ড। চলন্ত ট্রেনে ডাকাতি। চলল গুলি। যাত্রীদের লক্ষ্য করে গুলি চালাল ডাকাতরা। তীব্র আতঙ্ক। গুলিবিদ্ধ যাত্রীরা। কমপক্ষে দশজন জখম। গুলি চলেছে এলোপাথাড়ি। এই ঘটনা ঝাড়়খন্ডের। রক্তাক্ত পরিস্থিতি জম্মুতাওয়াই এক্সপ্রেসে। গুলি চলল দেদার। একাধিক গুলিবিদ্ধ। সম্বলপুর-জম্মুতাওয়াই এক্সপ্রেসের স্লিপার কামরায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা।

প্রায় এগারো জন সশস্ত্র লোকের একটি দল মুখ ঢেকে রেখে শনিবার রাতে ঝাড়খণ্ডের লাতেহার এবং বারওয়াদিহ স্টেশনের মধ্যে সম্বলপুর-জম্মু তাউই এক্সপ্রেসের একটি স্লিপার কোচে ডাকাতি চালায়। আরপিএফ জানাচ্ছে হামলাকারীরা শুধু যাত্রীদের জিনিষপত্র লুঠ করেনি, গুলিও চালিয়েছে।

   

সম্বলপুর-জম্মুতাওয়াই এক্সপ্রেস (18309) লাতেহার স্টেশন থেকে রওনা হওয়ার পরে একদল ডাকাত হামলা করে। ডাকাতরা লাতেহার থেকে ট্রেনে উঠেছিল। ট্রেনটি লাতেহার থেকে প্রায় শনিবার রাত 11:22 মিনিটে ছেড়েছিল। তখনই হামলা হয়। পূর্ব-মধ্যে রেলের অধীন লাতেহার এবং বারওয়াদিহ স্টেশনের মধ্যে এই ডাকাতির ঘটনা ঘটেছে। জম্মুতাওয়াই এক্সপ্রেসের S9 কোচের ভিতরে ঢুকেছিল ডাকাতদল। রেলকর্মতর্কারা বলছেন, ডাকাতরা যাত্রীদের ওপর হামলা করে। পরে চেন টেনে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

ডাকাতদের রুখতে গিয়ে ৫ থেকে ৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের ডালটনগঞ্জ স্টেশনে চিকিৎসা করা হয়। পালামু জেলা প্রশাসনের তরফে ডাক্তারদের আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,ডাকাতরা দেশীয় পিস্তলের (কাট্টা) বাঁট দিয়ে আট যাত্রীকে মেরে জখম করেছে। ১০-১২ জন ডাকাত দলের মধ্যে দুজন সশস্ত্র ছিলেয। চারজনের মুখ ঢাকা ছিল। তাদের মধ্যে একজন মধ্যবয়সী। বাকিদের বয়স আনুমানিক কুড়ি বছরের মধ্যে