বাড়তি ইএমআই চাপ কমাতে ফের DA বাড়াতে পারে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফের একবার সুখবর পেতে পারেন। ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের জন্য দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি…

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফের একবার সুখবর পেতে পারেন। ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের জন্য দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

মনে করা হচ্ছে, ২০২২ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় উপহার ঘোষণা হতে পারে। দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ব্যয়বহুল ইএমআই-এর কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতায় বড়সড় বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

এর আগে মনে করা হয়েছিল, মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হবে। কিন্তু শিল্পকর্মীদের জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের সাম্প্রতিক তথ্যের পর আশা করা হচ্ছে, মহার্ঘ ভাতা ৪% থেকে বাড়িয়ে ৫% করা হতে পারে।

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা পান। আগে তা বাড়িয়ে ৩৮ শতাংশ করার কথা ছিল। কিন্তু এখন মনে করা হচ্ছে, মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ানো হবে। এপ্রিল মাসের সর্বভারতীয় কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্য দেখে এমনটাই অনুমান করা হচ্ছে।