বাড়তি ইএমআই চাপ কমাতে ফের DA বাড়াতে পারে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফের একবার সুখবর পেতে পারেন। ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের জন্য দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি…

বাড়তি ইএমআই চাপ কমাতে ফের DA বাড়াতে পারে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফের একবার সুখবর পেতে পারেন। ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের জন্য দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

মনে করা হচ্ছে, ২০২২ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় উপহার ঘোষণা হতে পারে। দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ব্যয়বহুল ইএমআই-এর কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতায় বড়সড় বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

এর আগে মনে করা হয়েছিল, মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হবে। কিন্তু শিল্পকর্মীদের জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের সাম্প্রতিক তথ্যের পর আশা করা হচ্ছে, মহার্ঘ ভাতা ৪% থেকে বাড়িয়ে ৫% করা হতে পারে।

Advertisements

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা পান। আগে তা বাড়িয়ে ৩৮ শতাংশ করার কথা ছিল। কিন্তু এখন মনে করা হচ্ছে, মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ানো হবে। এপ্রিল মাসের সর্বভারতীয় কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্য দেখে এমনটাই অনুমান করা হচ্ছে।