Cyclone Mandous: শীতের বেলায় সাইক্লোন হানা, সাগর থেকে আসছে মান্দোস

আবহাওয়া বিভাগের পূর্বাভাস আগামী ৮ ডিসেম্বর উপকূলে আছড়ে পরার সম্ভাবনা মান্দোসের(Mandous)। উত্তাল হবে বঙ্গোপসাগর। সিত্রাংয়ের পর এবার সামুদ্রিক ঘূর্ণিঝড় মান্দোস তেড়ে আসছে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে,বঙ্গোপসাগর…

Cyclone Mandous: শীতের বেলায় সাইক্লোন হানা, সাগর থেকে আসছে মান্দোস

আবহাওয়া বিভাগের পূর্বাভাস আগামী ৮ ডিসেম্বর উপকূলে আছড়ে পরার সম্ভাবনা মান্দোসের(Mandous)। উত্তাল হবে বঙ্গোপসাগর।

সিত্রাংয়ের পর এবার সামুদ্রিক ঘূর্ণিঝড় মান্দোস তেড়ে আসছে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে,বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই গভীর নিম্নচাপ থেকেই ঘূর্ণি তৈরি হতে চলছে।

বৃহস্পতিবার নাগাদ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুডুচেরির উত্তরে আঘাত হানতে পারে ঘূর্ণি। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মান্দোস। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে মান্দোস অন্ধ্রপ্রদেশ থেকে টেনে আনতে পারে মেঘ। এর জেরে বৃষ্টি হতে পারে রাজ্যে।

Advertisements

মৌসম ভবন বলছে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার একাংশে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঝড়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে।