রাম নবমীতে ছড়াল হিংসা, মধ্যপ্রদেশের শহরে জারি কার্ফু

রাম নবমীর দিন হিংসা ছড়াল মধ্যপ্রদেশের খারগোনের কিছু অংশে। শহরে রাম নবমীর দিন মিছিলের সময় হিংসা ছড়ায় ও একাধিক জায়গায় অগ্নিসংযোগ হয়। তার পরে এলাকায় কার্ফু জারি করা হয়েছে। শহরে বড় জমায়েত নিষিদ্ধ হয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

এদিন রাম নবমী উপলক্ষে একটি মিছিল চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার অতিরিক্ত কালেক্টর এসএস মুজালদে বলছেন, “তালাব চক এলাকা থেকে রাম নবমীর মিছিল শুরু হলে সমাবেশে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। মিছিলটি খারগোন শহর প্রদক্ষিণ করার কথা ছিল। কিন্তু মাঝপথে হিংসার কারণে তা থামিয়ে দেওয়া হয়।” মিছিলটি একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছিল। অভিযোগ তখনই মিছিলে গান বাজানো নিয়ে আপত্তি তোলা হয় ও মিছিলে পাথর ছোঁড়া হয়৷

   

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে গাড়িতে আগুন লাগানো হয়েছে। কিছু যুবক মিছিলে পাথর নিক্ষেপ করছে এবং পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ছে। ঘটনায় পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরীসহ বহু পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁর পায়ে পাথর লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় কার্ফু জারির পর পুলিশ জনগণকে ঘরে থাকার আবেদন জানিয়েছে।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, চারটি বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং একটি মন্দির ভাঙচুর করা হয়েছে। শহরের বেশ কয়েকটি জায়গা থেকে পাথর নিক্ষেপের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিবেশী জেলাগুলি থেকে অতিরিক্ত পুলিশ কর্মীদের ডাকা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন