UP Election 2022: তৃতীয় দফার নির্বাচনে অধিকাংশ সপা প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

উত্তরপ্রদেশে ইতিমধ্যেই দুই দফা নির্বাচন পর্ব মিটে গিয়েছে। আর দুদিন পরেই তৃতীয় পর্বের ভোটগ্রহণ হবে। তৃতীয় পর্যায়ে মোট ৬২৭ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে ১৩৫…

Akhilesh Yadav

উত্তরপ্রদেশে ইতিমধ্যেই দুই দফা নির্বাচন পর্ব মিটে গিয়েছে। আর দুদিন পরেই তৃতীয় পর্বের ভোটগ্রহণ হবে। তৃতীয় পর্যায়ে মোট ৬২৭ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে ১৩৫ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা। সবচেয়ে বেশি ফৌজদারি অপরাধের মামলা রয়েছে সমাজবাদী পার্টির প্রার্থীদের বিরুদ্ধে।

উত্তর প্রদেশ ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এক রিপোর্টে জানিয়েছে, তৃতীয় দফায় প্রধান প্রতিদ্বন্দ্বীগুলির মধ্যে সমাজবাদী পার্টির ৫৮ জন প্রার্থী রয়েছে। এই ৫৮ জনের মধ্যে ৩০ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। অন্যদিকে বিজেপির ৫৫ জন প্রার্থীর মধ্যে ২৫ জন এবং বহুজন সমাজ পার্টির ৫৯ জন প্রার্থীর মধ্যে ২৩ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। কংগ্রেসের ৫৬ জনের মধ্যে ২০ জন এবং আম আদমি পার্টির ৪৯ জনের মধ্যে ১১জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ওই সমস্ত প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় এই কথা জানিয়েছেন।

বিভিন্ন দলের প্রার্থীরা যে হলফনামা পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে, সপার ২১ জন, বিজেপির ২০ জন, বহু জন সমাজ পার্টির ১৮ জন, কংগ্রেসের ১০ জন এবং আম আদমি পার্টির ১১জন প্রার্থী জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি তৃতীয় দফায় উত্তরপ্রদেশে ১৬ টি জেলার ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই সমস্ত কেন্দ্রগুলির মধ্যে ২৬টি কেন্দ্রে লাল সর্তকতা জারি করা হয়েছে। সাধারণত যেখানে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে সেখানেই লাল সর্তকতা জারি করা হয়।