বাড়িতে বসেই এবার রেশন কার্ড দিয়ে বানান আয়ুষ্মান ভারত কার্ড

বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রকল্পগুলোর মধ্যে একটি হল আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Scheme), যেটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা ৫…

Ayushman Card Process

বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রকল্পগুলোর মধ্যে একটি হল আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Scheme), যেটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকেন। তবে এই প্রকল্পের পরিষেবা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবার নতুন উদ্যোগ নিল কেন্দ্র।

যত দিন যাচ্ছে, আয়ুষ্মান কার্ড পাওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে সহজতর হচ্ছে। এবার আরও সহজ হতে চলেছে এই কার্ড পাওয়ার প্রকল্প। জানেন কি এবার থেকে ঘরে বসেই আয়ুষ্মান কার্ড পেতে পারবেন আপনি। কিন্তু সেই কার্ড পেতে গেলে মানতে হবে কিছু শর্ত। তাহলে এবার দেখে নেওয়া যাক, কী কী শর্ত মানলে আপনি ঘরে বসে পেতে পারবেন আয়ুষ্মান কার্ড?

   

এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নথিটা আপনার প্রয়োজন সেটা হল রেশন কার্ড। এই কার্ড পেতে গেলে প্রথমে আপনাকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপরে আপনাকে লগইন অপশনে ক্লিক করে সেখানে আপনার মোবাইল নম্বর লিখতে হবে। তারপর ভেরিফাই (Verify)-এ ক্লিক করলেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।

এরপর সেই ওটিপি এবং ক্যাপচা লিখলেই আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনাকে আপনার রাজ্য, স্কিম, জেলা নির্বাচন করতে হবে এবং সেইসঙ্গে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর লিখতে হবে। এরপর অনুসন্ধান বিকল্পে ক্লিক করলেই আপনি রেশন কার্ডে উপস্থিত সমস্ত লোকের নাম দেখতে পাবেন।

এর পরে আপনাকে একটি নতুন আয়ুষ্মান কার্ড তৈরি করতে সনাক্ত বোতামে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই আধার ওটিপি, ফেস, ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য বিকল্পগুলি খুলবে। সেখানে আপনাকে সেগুলির যে কোনও একটিতে ক্লিক করতে হবে। আপনাকে সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হলেই আপনি আপনার আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা শুরু করেছিল। মূলত, ভারতে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করার জন্যই এই প্রকল্প শুরু করেছিল প্রধানমন্ত্রী। আপনি যদি এখনও এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পেতে তৈরী করুন আয়ুষ্মান কার্ড।