ভেন্টিলেটরে CPM-র সীতারাম ইয়েচুরি

বাম শিবিরে এবার চিন্তার কালো মেঘ ঘনিয়ে এল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটরে পাঠানো হল সিপিএম (CPM)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)-কে। অল ইন্ডিয়া…

বাম শিবিরে এবার চিন্তার কালো মেঘ ঘনিয়ে এল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটরে পাঠানো হল সিপিএম (CPM)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)-কে।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। জানা গিয়েছে, ফুসফুসে সংক্রমণের পর এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। CPM অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে ইয়েচুরির স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট জারি করেছে। আর এই আপডেট দেখেই সকলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

   

সিপিআই(এম) লিখেছে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। চিকিৎসকদের এই টিম বাম নেতার শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা করছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ফুসফুসের সংক্রমণের কারণে এইমসে চিকিৎসাধীন। ৭২ বছর বয়সী ইয়েচুরিকে গত ১৯ আগস্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ভর্তির পরপরই তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়, যেখানে তার চিকিৎসা চলছিল। সূত্রের খবর, চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। বর্তমানে চিকিৎসার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে এবং ইয়েচুরির অবস্থা স্থিতিশীল। নিউমোনিয়ার মতো সংক্রমণের চিকিৎসার জন্য ইয়েচুরিকে এইমসে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তার অসুস্থতার সঠিক প্রকৃতি প্রকাশ করেনি। সম্প্রতি তার ছানি অপারেশন হয়েছে।

বামেদের অন্যতম বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিএম)-এর সাধারণ সম্পাদক। তিনি ১৯৯২ সাল থেকে সিপিআই (এম) এর পলিটব্যুরোর সদস্য। এর আগে তিনি ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। ইয়েচুরি ১৯৭৪ সালে ভারতের ছাত্র ফেডারেশনে (এসএফআই) যোগ দেন এবং এক বছর পরে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে (মার্কসবাদী) যোগ দেন।