‘মরু রাজ্যের লেনিন’ অমরা রাম জয়ী, মোদীর নাটক শেষ বললেন কিংবদন্তি কৃষক নেতা

প্রসেনজিৎ চৌধুরী: ভোট অঙ্কের হিসেব বলে দিচ্ছে কংগ্রেসের হাত মাথায় না থাকলে এবারও সংসদে যাওয়া হত না অমরা রামের (Amra Ram)। তবে একলা লড়লে তিনি…

Image of Amra Ram, CPIM candidate, likely celebrating victory in the Sikar elections against BJP's Sumedhanand Saraswati

প্রসেনজিৎ চৌধুরী: ভোট অঙ্কের হিসেব বলে দিচ্ছে কংগ্রেসের হাত মাথায় না থাকলে এবারও সংসদে যাওয়া হত না অমরা রামের (Amra Ram)। তবে একলা লড়লে তিনি (Amra Ram) বিপুল ভোট কেটে রাজস্থানের শিকর কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত করতেন। সীতারাম ইয়েচুরির পরামর্শ মেনে সেটি আর হতে দেননি সোনিয়া গান্ধী। এরপর ঢোঁক গিলে কৃষক বিক্ষোভের নেতা সিপিআইএমের অমরা রামকে সমর্থন করে কংগ্রেস। রাম ভরসা! রাজস্থানের শিকর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হল ইন্ডিয়া জোট। জয়ী অমরা রাম।

‘মরু রাজ্যের লেনিন’ অমরা রাম রাজস্থানের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে CPIM পতাকা নিয়ে বিধানসভা ঘেরাও অভিযান করেছেন। একাধিকবার বিধায়ক হয়েছেন ধোদ কেন্দ্র থেকে। পশ্চিম ভারতের রাজনীতিতে তিনি পরিচিত নাম। মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও ও লং মার্চের অন্যতম সংগঠক তিনি।

   

ইন্ডিয়া জোটের শরিক সিপিআইএম। কিংবদন্তি কৃষক নেতা অমরা রাম দিল্লিতে যাবেন। তিনি কমপক্ষে ৭০ হাজারের বেশি ভোটে জয়ী বলে বেসরকারি সূত্রে জানা যাচ্ছে।

হিন্দুত্বের জিগির তুলে জগন্নাথের রাজ্যে জয়জয়কার বিজেপির

বাম কৃষক সংগঠন কৃষষ সভার সর্বভারতীয় নেতা অমরা রাম জয়ের পরই দিলেন হুঙ্কার। তিনি বলেছেন কৃষকদের জন্য কোনও কঠিন আইন বরদাস্ত করব না। শিকর কেন্দ্র থেকে বিজেপিকে সরাসরি পরাজিত করেন তিনি। জয়ের পর অমরা রাম বলেন,এক্সিট পোল নিয়ে মোদী নাটক করেছেন।

২০১১ সালে পশ্চিমবঙ্গ ও ২০১৮ সালে ত্রিপুরায় টানা বামফ্রন্ট শাসনের অবসান হয়েছে। বাংলায় ২০১৯ সাল থেকে বাম সাংসদ শূন্য। তেমনই ২০২১ সালের বিধানসভায় পশ্চিমবঙ্গে বাম বিধায়ক শূন্য । বাংলায় এমনই বাম রক্তক্ষরণের ধারা ২০২৪ লোকসভা ভোটেও অব্যাহত। বাংলার বাম ঘাঁটি ধংসের পর সুদূর পশ্চিম ভারতে রাজস্থানের বাম বিধায়করা তীব্র চর্চিত ছিলেন। তবে সর্বশেষ ২০২৩ সালে রাজস্থান বিধানসভার নির্বাচনে সে রাজ্যের বাম বিধায়করা আর জিততে পারেননি। এবারের লোকসভা ভোটে সেই ক্ষত পুষিয়ে নিল সিপিআইএম।

রাম মন্দিরের রাজ্যেই রাম ধাক্কা খেলেন মোদী

মরু রাজ্যের রাফ অ্যান্ড টাফ কৃষক নেতা অমরা রাম সাংসদ। কৃষকদের জলের জন্য বিধানসভা ঘেরাও করে রাখার বামেদের রাম দিল্লি যাবেন।