Mahua Moitra: ঘুষ নিয়ে প্রশ্ন অভিযোগে বরখাস্ত মহুয়ার পাশে সিপিআইএম, স্বস্তিতে তৃণমূল

Mohua Moitra

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন  করা এবং ব্যবসায়ী বন্ধু দর্শন হিরানন্দানিকে সাংসদ পোর্টালের লগ ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে সংসদের এথিক্স কমিটির রিপোর্টে বরখাস্ত করা হয়েছে সাংসদকে। মহুয়ার পাশে সিপিআইএম! তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব থেকেও কেন মহুয়া মৈত্রকে সমর্থন? সামাজিক মাধ্যমে বাম নেতাদের মুন্ডপাত শুরু করেছেন বাম সমর্থকরা। তবে মহুয়াকে বরখাস্ত করার বিরোধিতায় অনড় বাম নেতারা।

Advertisements

মহুয়া মৈত্রকে বরখাস্ত করা সংসদের কালো দিন এমনই দাবি করছেন সিপিআইএম নেতারা। সিপিআইএম সাংসদ ও দেশের অন্যতম চর্চিত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেছেন কি করেননি তা প্রমাণ স্বাপেক্ষ। আসলে মহুয়া মৈত্র সংসদে সরাসরি মোদী-আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সংসদে মহুয়ার তোলা প্রশ্ন নিয়ে তদন্ত হয়নি। সংসদের উচিত ছিল ব্যবসায়ী আদানির সাথে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক নিয়ে তদন্ত করা। প্রশ্নের উত্তর না খুঁজে প্রশ্নকর্তাকে বরখাস্ত করা হলো সংখ্যাগরিষ্ঠর বোধবুদ্ধিহীনতার পরিচয়। বিরোধী কণ্ঠ বন্ধ করার এটি একটি পদ্ধতি।

বামপক্ষের সমর্থন পেয়ে স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। মহুয়ার হয়ে সওয়াল করেছেন লোকসভায় কংগ্রেসের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ফাঁসির আগে বিচারকও জানতে চান দোষীর কিছু বলার আছে কিনা। সংসদে মহুয়া তেমন সুযোগ পেলেন কই।

Advertisements

বরখাস্ত হওয়ার পর মহুয়া মৈত্র বলেন, এথিক্স কমিটি গভীরে তদন্ত না করেই আমায় ফাঁসিতে চড়িয়েছে। অভিযোগকারী ব্যবসায়ীর বয়ানই শুনতে চায়নি এথিক্স কমিটি। কোনও প্রমাণ নেই টাকা বা অন্য কোনও উপহার নেওয়ার।