নয়াদিল্লি: জগদীপ ধনখরের নাটকীয় ইস্তফার পর মঙ্গলবার উপরাষ্ট্রপতির নির্বাচনের ফলাফলও কিছু কম উত্তেজনামূলক ছিল না। জেতা ম্যাচেই বিরোধী শিবির থেকে ভোট ভাঙিয়ে পছন্দসই উপরাষ্ট্রপতি নির্বাচন করল এনডিএ। একজন সাধারণ আরএসএস কর্মী থেকে দেশের ১৫ তম উপ রাষ্ট্রপতি হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর শপথ গ্রহণ করতে চলেছেন সিপি রাধাকৃষ্ণন।
রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এনডিএ-এর সকল বর্ষীয়ান নেতাদের আমন্ত্রণ পাঠানো হবে। মঙ্গলবার ইন্ডি জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডীকে ব্যাপক মার্জিনে হারিয়ে ৪৫২ টি ভোট পান রাধাকৃষ্ণন। অন্যদিকে, রেড্ডীর ঝুলিতে পড়ে ৩০০ টি ভোট। উল্লেখ্য, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট ভোটসংখ্যা ৭৮৮।
তবে রাজ্যসভায় ছতি ও লোকসভায় একটি আসন খালি থাকায় নির্বাচনে মোট ভোটার ছিল ৭৮১ জন। যার মধ্যে ভোট দেন ৭৬৭ জন। রাজ্যসভার জেনারেল সেক্রেটারি তথা রিটার্নিং অফিসার পিসি মোদী জানান, সব মিলিয়ে ভোট পড়েছে ৯৮.২ শতাংশ। পরিসংখ্যানের থেকে অন্তত ১৬ টি ভোট বেশি পায় শাসক শিবির।
এক্ষেত্রে আম আদমি পার্টি এবং শিবসেনা (উদ্ভব গোষ্ঠী) এনডিএ প্রার্থীকে ভোট দিয়ে সুবিধা করে দিয়েছেন বলে অনুমান। ফলাফল ঘোষণার পর সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স-এ লেখেন, “আমি আশাবাদী যে উনি আমাদের সংবিধানকে আরও মজবুত করবেন।”