Covid 19: সংক্রমণ কমলেও চিন্তায় বাড়াল মৃত্যুর হার

কিছুটা কমল দৈনিক করোনার (Covid 19) সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া বুলেটিন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন।…

Covid 19: সংক্রমণ কমলেও চিন্তায় বাড়াল মৃত্যুর হার

কিছুটা কমল দৈনিক করোনার (Covid 19) সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া বুলেটিন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ২২৬ জন। এছাড়া একদিনে মৃত্যু হয়েছে ২৩৫ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ০৭৫ জন।

অন্যদিকে দেশে দৈনিক সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ১.২৪ শতাংশ। এখনও অবধি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ৫১০ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১২ হাজার ৩৪৪ জন। করোনা টিকা পেয়েছেন ১, ৭৫, ৮৩, ২৭, ৪৪১ জন। কেন্দ্র জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৩৩.৫০ লক্ষ মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়েছে।

Advertisements

এদিকে শোনা যাচ্ছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তিনটি নতুন কোভিড -১৯ কেসের খবর মিলেছে, আর নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,০০৮। অন্যদিকে দেশে কমবয়সিদের জন্য আরও এক করোনা টিকার (Corona vaccine) অনুমোদন মিলল। হায়দরাবাদের (Hyderabad) সংস্থা বায়োলজিক্যাল ই-র ভ্যাকসিন ‘কোরবেভ্যাক্স’কে (Corbevax) জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া যাবে।