Covid 19: ফের দেড় লক্ষ পার, তৃতীয় ‘ইনিংস’-এ নাজেহাল দেশ

করোনার তৃতীয় ঢেউতে বিপর্যস্ত ভারত। টানা তিন দিন কাটলেও দেশের দৈনিক সংক্রমণ আবারও দেড় লক্ষ পাড় করল। যদিও গতকালের তুলনায় সেই সংখ্যাটা কিছুটা কম। Advertisements…

করোনার তৃতীয় ঢেউতে বিপর্যস্ত ভারত। টানা তিন দিন কাটলেও দেশের দৈনিক সংক্রমণ আবারও দেড় লক্ষ পাড় করল। যদিও গতকালের তুলনায় সেই সংখ্যাটা কিছুটা কম।

Advertisements

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ০৬৩ জন। এছাড়া করোনা থেকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৭৭ জনের।

বিজ্ঞাপন

যদিও মঙ্গলবারের সক্রিয় করোনা রোগীর সংখ্যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। জানা গিয়েছে, আজ এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জনে। দৈনিক সুস্থতার হার ১০.৬৪ শতাংশ।

দেশে এখনও অবধি করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৫৮, ৭৫, ৭৯০ জন। মৃত্যু হয়েছে ৪,৮৪, ২১৩ জনের।

করোনার পাশাপাশি অব্যাহত রয়েছে ওমিক্রনের দাপট। দেশে বর্তমানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৬১ জন। উল্লেখ্য, গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছিল ১৪৬ জনের।

 

এদিকে আগামী দিনে এই সংক্রমণের গ্রাফ আরো ভয়াবহ রূপ নিতে চলেছে সেই আশঙ্কায় ভুগছেন আপামর চিকিৎসক মহল। প্রথম ঢেউয়ের সময়ে দৈনিক সংক্রমণ-এর হার ৯০ হাজারের কাছাকাছি ছিল, কিন্তু তৃতীয় ঢেউয়ে এই দৈনিক সংক্রমণের সংখ্যা যে যথেষ্ট উদ্বিগ্ন-এর তা বলাই বাহুল্য। সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭০। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৬। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। একদিনে আক্রান্তের সংখ্যা ১৯১৬৬ জন।