Home Bharat Covid 19: দিল্লিতে লাগাতার বাড়ছে সংক্রমণ

Covid 19: দিল্লিতে লাগাতার বাড়ছে সংক্রমণ

arvind kejriwal
arvind kejriwal waitloss

রাজধানীতে ক্রমশ বাড়ছে কোভিডের সংক্রমণ। টানা পাঁচ দিন ধরে দিল্লিতে উর্ধমুখী কোভিডের গ্রাফ। সোমবার নতুন করে এক হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Advertisements

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০ জন। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনাকেও হার মানিয়েছে ১২২১ জন। একইসঙ্গে করোনা সংক্রমণের হার বেড়ে আজ ১০.০৯ শতাংশ হয়েছে, এর আগে ২৬ জানুয়ারি পজিটিভিটি রেট ছিল ১০.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫০৬টি পরীক্ষায় ১ হাজার ৬০ জন করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গেছে এবং ৬ জন রোগী মারা গেছেন। এছাড়া সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৫৩৭৫ জন, আর এখানে কনটেইনমেন্ট জোন এখন বেড়ে হয়েছে ২৬৫।

   

দিল্লির স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে দিল্লিতে হোম আইসোলেশনে রয়েছেন ৪০৯৫ জন করোনা রোগী, আর হাসপাতালে ভর্তি রয়েছেন ২২০ জন কোভিড রোগী। জাতীয় রাজধানীতে ৬৩ জন করোনা রোগী আইসিইউতে এবং ৭২ জন কোভিড-১৯ রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন। এ ছাড়া ভেন্টিলেটরে থাকা ১০ জন রোগী রয়েছেন।

Advertisements