সুস্থ হচ্ছে দেশ, এক ধাক্কায় বিপুল কমল মৃত্যু সংখ্যা

 বুধবারের তুলনায় বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ৬.৮ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণের (Covid 19) সংখ্যা। তবে স্বস্তি দিয়ে অনেকটাই কমল মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের…

new variants of corona

 বুধবারের তুলনায় বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ৬.৮ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণের (Covid 19) সংখ্যা। তবে স্বস্তি দিয়ে অনেকটাই কমল মৃত্যু সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন। মৃত্যু হয়েছে ১০০৮ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১ জন। এখনও অবধি করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ, ৯৮ হাজার ৯৮৩ জনের। দৈনিক সুস্থতার হার ১০.৯৯ শতাংশ। দেশে এখনও অবধি কোভিডের টিকা পেয়েছেন ১৬৭.৮৭ কোটি মানুষ।

Advertisements

এদিকে দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। একদিনে রাজধানীতে (Delhi) করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ০২৮ জন। তবে বাংলাতে নিম্নমুখী করোনা গ্রাফ। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৭২৩ জন কোভিড-১৯ আক্রান্ত, ২,৯৫০ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে।