Covid 19: এক দিনে করোনা থেকে সুস্থ ১লাখের বেশি

বেড়েই চলেছে চিন্তা, দাবানলের মতো দেশজুড়ে ছড়াচ্ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ মাসে সর্বাধিক হয়েছে দৈনিক সংক্রমণ। সেইসঙ্গে এক…

Covid 19: এক দিনে করোনা থেকে সুস্থ ১লাখের বেশি

বেড়েই চলেছে চিন্তা, দাবানলের মতো দেশজুড়ে ছড়াচ্ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ মাসে সর্বাধিক হয়েছে দৈনিক সংক্রমণ। সেইসঙ্গে এক ধাক্কায় বেড়েছে মৃত্যু সংখ্যাও।

জানা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন। যা কিনা গতকালের থেকে ৪ হাজার ৬৩১ জনের বেশি বেড়েছে। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন। এক ধাক্কায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন। দেশে সুস্থতার হার ১৬.৬৬ শতাংশ।

Advertisements

এদিকে করোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। জানা গিয়েছে, বর্তমানে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ০৪১ জন। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৯ লক্ষ ৪৭ হাজার ৩৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সংক্রমণ ঠেকাতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারগুলি। একাধিক রাজ্য নাইট কারফিউ-এর পথে হেঁটেছে। যদিও কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। সবথেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি তামিলনাড়ু ও কর্ণাটকে। মহারাষ্ট্র, দিল্লির মতে বাংলার করোনা সংক্রমণও এবার ভাবাচ্ছে কেন্দ্রকে।