Covid 19: কমল করোনা, ভাঙল গত ৫ দিনের নজির

বিশ্বে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত ও মৃত্যুর হার কমেছে। ভেঙেছে পাঁচ দিন আগের শনাক্তরেকর্ড। গত বুধবার ১৮ লাখ ২৫ হাজার ২৭২ জন…

বিশ্বে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত ও মৃত্যুর হার কমেছে। ভেঙেছে পাঁচ দিন আগের শনাক্তরেকর্ড। গত বুধবার ১৮ লাখ ২৫ হাজার ২৭২ জন শনাক্ত হন। রবিববার শনাক্ত হয়েছে ১৬ লাখ ২২ হাজার ৫৭৭ জন। করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে এই তথ্য।

Advertisements

তবে বিশ্বজুড়ে নিম্নগতি হলেও চিন, হংকং, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ উদ্বেগজনকভাবে করোনার সংক্রমণ বাড়ছে। হংকংয়ে বেড়েছে মৃত্যু। হংকং, দক্ষিণ কোরিয়া, চিন দেশে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের দাপট দেখা যাচ্ছে।

   

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই করোনা নিয়ে সব দেশকে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে। একই সঙ্গে হু জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপেও সংক্রমণ বাড়াতে পারে। কারণ ইউক্রেন থেকে দলে দলে শরণার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন। এই সমস্ত শরণার্থীদের বেশিরভাগেরই টিকাকরণ হয়নি। কারণ ইউক্রেনে টিকাকরণের হার খুব একটা উল্লেখজনক নয়। তাই টিকা না নেওয়া আক্রান্ত মানুষের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ ছড়াতে পারে।