News Desk: বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। সংক্রমণ ছড়ানোর কারণে স্বাস্থ্যমন্ত্রক ৮ রাজ্যকে অবিলম্বে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিল। প্রতিটি রাজ্যের হাসপাতালগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের হার ৪৩ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। চেন্নাই , গুরুগ্রাম, বেঙ্গালুরু , আমেদাবাদ, দিল্লি, মুম্বইয়ের মত শহরে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। এর মধ্যে এদিন সবথেকে উদ্বেগজনক খবরটি এসেছে দিল্লি থেকে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন, দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। দিল্লিতে নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৬ শতাংশ ওমিক্রন আক্রান্ত।
বুধবার দিল্লিতে ৯২৩ জন আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর কোনও খবর নেই। করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বাণিজ্যনগরী মুম্বইতেও করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মুম্বাইয়ে করোনা পজিটিভিটির হার ৪ শতাংশ। সংক্রমণের কারণে ইতিমধ্যেই মুম্বইয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৭ জানুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। নববর্ষ উদযাপনের সমস্ত অনুষ্ঠানই বাতিল করা হয়েছে। রেস্তোরাঁ, হোটেল, পাব, বার-সহ প্রতিটি জায়গাতেই জমায়েত নিষিদ্ধ বলে ঘোষণা করেছে পুলিশ।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধপ্রদেশ, হরিয়ানা প্রভৃতি রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।