Covid 19: করোনা টিকা নিতে আধার বাধ্যতামূলক নয় জানাল মোদীর সরকার

Corona Vaccine Registration

করোনাভাইরাসের (Covid 19) টিকা নেওয়ার জন্য আধার কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। সোমবার শীর্ষ আদালতকে এই কথা জানাল কেন্দ্রীয় সরকার।

Advertisements

মোদী সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, কোভিড-১৯ টিকাকরণের জন্য কো-উইন পোর্টালে আধারের সমস্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক কোনও শর্ত নয়।

   

কেন্দ্রের এই বক্তব্য শোনার পর, শীর্ষ আদালত জানিয়ে দেয়, টিকাকরণের ক্ষেত্রে আধার কার্ড দেখানোর জন্য কাউকে যেন জোর করা না হয়।

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় বলা হয়, বেশকিছু কোভিড টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার সময় আধার কার্ড দেখান বাধ্যতামূলক করা হয়েছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়।

এদিনের শুনানিতে বেঞ্চ জানায় টিকা নেওয়ার ক্ষেত্রে আধার কার্ডই একমাত্র পরিচয়পত্র হিসেবে কখনওই বিবেচ্য হতে পারে না। টিকা নেওয়ার জন্য কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। নাম নথিভুক্ত করার ক্ষেত্রে নয়টি পরিচয়পত্রের যে কোনও একটি দেখাতে হবে।

শুনানিতে স্বাস্থ্যমন্ত্রকের আইনজীবী আমন শর্মা বলেন, সরকার কখনওই বলেনি যে, টিকা নিতে গেলে আধার কার্ড দেখানো আবশ্যিক শর্ত। কোনও রকম পরিচয়পত্র ছাড়াই ৮৭ লক্ষেরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে আবেদনকারীর আইনজীবী মায়াঙ্ক ক্ষীরসাগর বলেন, টিকাকরণ কেন্দ্রগুলির কখনওই আধার কার্ড চাওয়া উচিত নয়।

এদিন শীর্ষ আদালত আরও জানায় কো-উইন পোর্টালটি যাতে দেশের প্রতিটি নাগরিক ব্যবহার করতে পারেন সেজন্য এই পোর্টালকে আরও ব্যবহার বান্ধব করে তুলতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements