মুম্বই: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জরিমানা, সতর্কবার্তা সত্ত্বেও নিজের এবং রাস্তায় চলাচল করা পথচারি ও অন্যান্য গাড়ির জন্য বিপদ বাড়ান অনেক মদ্যপ চালক (Drunk Drivers)। এবার এমনই এক মদ্যপ গাড়ি চালককে অভিনব শাস্তি দিল পুনের পুনের ম্যাজিস্ট্রেট কোর্ট (Pune Magistrate Court)।
জানা গিয়েছে, গত ২২ জুলাই, ২০২৫ তারিখে পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশের অধীনে হিঞ্জাওয়াড়ি ট্রাফিক পুলিশ কর্তৃক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ধরা পড়েন এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে মোটরযান আইনের ১৮৫ ধারার অধীনে মামলা দায়ের করা হয়। সম্প্রতি সেই মামলার শুনানিতে ওই ব্যক্তিকে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিপদ উল্লেখ করে ১,০০০টি সচেতনতামূলক লিফলেট মুদ্রণ এবং বিতরণ করার শাস্তি শোনায় পুনের ম্যাজিস্ট্রেট কোর্ট (Pune Magistrate Court)।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩ এর ধারা ২৩ উদ্ধৃত করে, আদালত দোষী সাব্যস্ত কমিউনিটি সার্ভিসকে কোনও পারিশ্রমিক ছাড়াই জনকল্যাণের জন্য উপকারী কাজ আরোপ করার ক্ষমতা প্রদান করে।
পিম্পরি চিঞ্চওয়াড়ের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) বিবেক পাতিল বলেন, “১০,০০০ টাকা জরিমানা ছাড়াও, আদালত চালককে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঝুঁকি নির্দেশ করে ১,০০০টি লিফলেট ছাপিয়ে ট্রাফিক সিগন্যালে ব্যক্তিগতভাবে বিতরণ করার নির্দেশ দিয়েছে এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে জনগণকে অবহিত করেছে। জরিমানা দিতে ব্যর্থ হলে চালককে ১০ দিনের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে”।
পুলিশ সূত্রে খবর, আগামী ৫ দিনের মধ্যে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে লিফলেট বিলির কাজ শেষ করতে হবে। তিনি আদালতের নির্দেশ মেনে ঠিকমত লিফ্লেত বিলি করছেন কিনা তা নজর রাখবে স্থানীয় ট্রাফিক বিভাগ। ব্যক্তির কাজের ভিত্তিতে ট্রাফিক বিভাগকে রিপোর্টও জমা করতে হবে।
পুলিশ কমিশনার পাতিল বলেন, “চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত, মোট ২,৯৮৪ জন আরোহী এবং চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর (Drunk Drivers) অভিযোগ দায়ের এবং তাদের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। এই ধরনের লঙ্ঘনের ফলে সৃষ্ট দুর্ঘটনা কমাতে আগামী দিনগুলিতে এই অভিযান অব্যাহত থাকবে।”


