Omicron: আশীর্বাদ হয়ে উঠতে পারে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন, দাবি বিশেষজ্ঞদের

Corona's new strain

নিউজ ডেস্ক: সবেমাত্র হদিশ মিলেছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের (omicron)। এই নতুন প্রজাতির ভাইরাসকে নিয়ে গোটা দুনিয়াই আতঙ্কে কাঁপছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (who) এই ভাইরাসকে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে। এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছেন। তাঁরা মনে করছেন, শেষ পর্যন্ত যাবতীয় সর্তকতা মেনে চলার পরেও যদি ওমিক্রন ছড়িয়ে পড়ে সেটা হয়তো মানুষের পক্ষে ভাল হতে পারে।

Advertisements

প্রশ্ন হল, কীভাবে বা কী কারণে বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন? বিশিষ্ট ভাইরাস বিশেষজ্ঞ মার্ক ভ্যান (mark van) জানিয়েছেন, ওমিক্রন কতটা ভয়াবহ তা এখনও জানা যায়নি। কিন্তু যদি দেখা যায় করোনার নতুন এই প্রজাতি ততটা ভয়ঙ্কর নয়, কিন্তু অনেক বেশি ছোঁয়াচে তাহলে সেটা মানবজাতির কাছে আশীর্বাদ (bless) হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে ওমিক্রন ডেল্টা স্ট্রেনকে সরিয়ে প্রধান সংক্রামক স্ট্রেন হয়ে উঠবে। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক।

   

গোটা বিশ্বে করোনা সংক্রমণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ডেল্টা। এই স্ট্রেনেই বিশ্বের ৯০ শতাংশেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ডেল্টার দাপটে ভারতে আছড়ে পড়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। এখন ওমিক্রন যদি ডেল্টার সেই ভয়াবহতা কমাতে পারে। তাহলে গোটা বিশ্বেই করোনার বাড়বাড়ন্ত অনেকটাই কমবে বলে ভ্যানের মতো বিশেষজ্ঞদের আশা।

Advertisements

যদিও করোনার এই নতুন প্রজাতি ওমিক্রনকে প্রতিরোধ করতে বিশ্বের সব দেশই একাধিক ব্যবস্থা নিয়েছে। এমনকী, বহু দেশ আন্তর্জাতিক বিমান চলাচলের উপরেও জারি করেছে নিষেধাজ্ঞা।