Corona: দেশে ফের এক লাফে অনেকটাই বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ

দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনায় (Corona) দৈনিক আক্রান্তর সংখ্যা। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর…

Covid 19: Corona attack threatens Delhi, high alert in Mumbai

দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনায় (Corona) দৈনিক আক্রান্তর সংখ্যা। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২৭,৫৫৩ জন। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৭৭৫।   

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০৬। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৪। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৩২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৯,২৪৯। এখনও পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১। দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৮০১। এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়েছে।

Advertisements

গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১৫২৫ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি, ৪৬০ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১। অন্যদিকে, জম্মু কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের ১৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত। তার জেরে বিশ্ববিদ্যালয়ের কাটরা ক্যাম্পাস বন্ধ করা হল।