‘অন্ধকারের চারদিক থেকে শুধু চিতকার শুনছি। অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।’ টেলিফোনে আতঙ্ক মেশানো গলা কেটে গেল। ততক্ষণে ঘটনাস্থলের ছবি পাঠিয়েছেন ওই ব্যক্তি। তিনি আঘাত পেলেও তেমন গুরুতর নয়। তবে সহযাত্রীদের কারোর অবস্থা ভালো নেই। ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)।
দুর্ঘটনার পর যাত্রীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বেলাইন হয়ে একটি মালগাড়ির উপর উঠে যায় করমণ্ডলের কামরাগুলি। হাওড়ার শালিমার স্টেশন শুক্রবার দুপুরে ট্রেনটি ছাড়ে। রেলের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
ওড়িশার বহঙ্গা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। তবে ট্রেন দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেন, “বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে কিছু একটা হয়েছে। আমরা কোনও ভাবে এখনও কিছু জানতে পারিনি। জানার চেষ্টা করছি। জানা মাত্রই জানানো হবে।”
জানা গেছে, দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে।