‘গত ১০ বছরে ১০০ টপকায়নি’, কংগ্রেসকে অল-আউট নিশানা মোদীর

   তৃতীয়বার এনডিএ নেতা নির্বাচত হয়েই কংগ্রেসকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। হাত শিবিরকে তোপ দেগে তাঁর মন্তব্য, ‘গত ১০ বছরে ১০০টি আসন জিততে…

Congress Wont Be Able To Cross 100 Mark In 10 Years says PM Modi
  

তৃতীয়বার এনডিএ নেতা নির্বাচত হয়েই কংগ্রেসকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। হাত শিবিরকে তোপ দেগে তাঁর মন্তব্য, ‘গত ১০ বছরে ১০০টি আসন জিততে পারেন কংগ্রেস। তিনবারের লোকসভা মিলিয়ে হাত শিবির মোট যত আসন পেয়েছে, বিজেপি একাই ২০২৪ সালে সেই আসন পেয়েছে।’ পাশাপাশি বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করারও অভিযোগ করেছেন মোদী। বলেছেন, ‘ওরা তো ভুয়ো খবর ছড়ানোয় ডবল পিএইচডি করে ফেলেছে।’

২০২৪ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর শুক্রবার সংসদীয় বৈঠকে বসে এনডিএ। সংসদের সেন্ট্রাল হলের সেই বৈঠকে জোটের নেতা নির্বাচিত হন মোদী। প্রথমেই জোটের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীকে এ দিন বলতে শোনা যায়, ‘সরকার চালাতে প্রয়োজন হয় বহুমতের। দেশ চালাতে প্রয়োজন হয় সর্বমতের।’

   

তবে লোকসভার প্রচারে বহু ব্যবহৃত মোদী গ্যারান্টির উল্লেখ করেননি তিনি। বরং তাঁর মুখে উঠে আসে কংগ্রেসের ‘গ্যারান্টির’ কথা। বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে মোদী বলেন, ‘কংগ্রেসের গ্যারান্টিতে ভরসা করে মহিলারা প্রতিশ্রুতি পূরণের দাবিতে পথে নেমেছেন। কিন্তু তাঁদের কথা শুনছে না কংগ্রেস।’

কমল তৃণমূল-বাড়ল বিজেপি! লোকসভা ভোটের নিরিখে বাংলার বিধানসভায় তাক লাগানো ফল

সংসদের কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন মোদী। তিনি বলেন, “গত ১০ বছরে ১০০টি আসন জিততে পারেনি কংগ্রেস। ২০১৪, ২০১৯, ২০২৪-তিনটি নির্বাচন মিলিয়ে কংগ্রেস যত আসন পেয়েছে, তার থেকে বেশি আসন এবারে জিতেছে বিজেপি।’

মোদী আরও মনে করিয়ে দিয়ে বলেন, ‘ইভিএমে কারচুপি হচ্ছে বলে দাবি করেছিল হাত শিবির। কিন্তু জনাদেশ বুঝিয়ে দিয়েছে, ইভিএমে কোনও ত্রুটি নেই।’ এমনকী বিদেশ সফরে গিয়ে রাহুল গান্ধীর ‘ভারতে গণতন্ত্র নেই’ মন্তব্যকেও খোঁচা দিয়েছেন মোদি। ‘ইন্ডি’ জোটকেও স্রেফ ‘ছবি তোলার জোট’ বলে তোপ দেগেছেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী পাঁচ বছর দেশের উন্নয়নে নয়া মন্ত্র গ্রহণ করবে সরকার। রিফর্ম-পারফর্ম-ট্রান্সফর্ম আদর্শের পাশাপাশি এনডিএ গড়ে তুলবে দুর্নীতিমুক্ত সরকার।