Utter Pradesh: বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে শূন্য হয়ে যাবে কংগ্রেস, দাবি অখিলেশ যাদবের

News Desk: আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে (Utter Pradesh) বিধানসভা নির্বাচন (Assembly Election)। এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যের শাসক দল বিজেপি (bjp) ও অখিলেশ যাদবের…

Akhilesh Yadav

News Desk: আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে (Utter Pradesh) বিধানসভা নির্বাচন (Assembly Election)। এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যের শাসক দল বিজেপি (bjp) ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির মধ্যে (Samajbadi party)। আসন্ন নির্বাচনে রাজনৈতিক মহলের কেউই উত্তরপ্রদেশে কংগ্রেসকে (congress) ধর্তব্যের মধ্যে আনছেন না।

ইতিমধ্যেই বিজেপি ও সপার মধ্যে প্রচারের টক্কর শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সপা নেতা অখিলেশের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি ও গুন্ডারাজের অভিযোগ করেন। তার প্রেক্ষিতে কংগ্রেসকেও পাল্টা দিলেন অখিলেশ। সপা নেতা স্পষ্ট জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেস শূন্য হয়ে যাবে।

ঝাঁসিতে দলের এক সভায় অখিলেশ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস তো প্রতিযোগিতাতেই নেই। কংগ্রেস নেতারা শুধু সংবাদমাধ্যমে ছবি তোলার জন্যই এ রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনের ফলাফল প্রকাশ হলে দেখা যাবে কংগ্রেস শূন্য হয়ে গিয়েছে। একইসঙ্গে অখিলেশ দাবি করেন, আগামী নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় থেকে নিশ্চিতভাবেই হঠিয়ে দেবে। বিজেপির বিকল্প বলতে তো শুধু সমাজবাদী পার্টিই আছে। তাই আগামী নির্বাচনে সমাজবাদী পার্টির ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অখিলেশ অভিযোগ করেন, নীতি ও আদর্শের দিক থেকে দেখতে গেলে কংগ্রেস ও বিজেপির মধ্যে কোনও পার্থক্য নেই। তাই কংগ্রেস আগে স্পষ্ট করে জানাক, তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই কিনা।

কংগ্রেসের পাশাপাশি অখিলেশ আক্রমণ করেছেন বিজেপিকেও। অখিলেশ সাফ জানিয়েছেন, আগামী নির্বাচনে মানুষ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির জবাব দেবে। যোগী সরকারকে ছুড়ে ফেলে দেবে এ রাজ্যের মানুষ। গেরুয়া দলের বোঝা উচিত, তাদের জন্য বুন্দেলখণ্ডের সব দরজা বন্ধ করে দিয়েছে আমজনতা। মানুষ আর কোনওভাবেই বিজেপিকে বিশ্বাস করে না। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের সমস্যা, পরিযায়ী শ্রমিকের দূরাবস্থা এসবই সমাজবাদী পার্টিকে উত্তরপ্রদেশের ক্ষমতায় নিয়ে আসবে।
অখিলেশ আরও বলেন বিজেপি খুনের রাজনীতি করে।

সে কারণেই তারা গাড়ির চাকার তলায় কৃষকদের পিষে মারে। নৃশংসতা ও অত্যাচারের দিক থেকে দেখতে গেলে ব্রিটিশ শাসনকেও লজ্জায় ফেলে দিয়েছে যোগী সরকার। বিজেপির একটাই লক্ষ্য, সেটা হল খুন করেও রাজত্ব কর। মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে কটাক্ষ করে অখিলেশ বলেন, এনকাউন্টার করে নিরীহ মানুষকে মেরে দিচ্ছে এই সরকার। যে নেতা মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের নামে থাকা মামলা প্রত্যাহার করে নেয় তাঁর থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যেতে পারে।