চিনুন এবারের লোকসভায় দেশের সর্বকনিষ্ঠ সাংসদের একজনকে

Sanjana-Jatav

এবারের লোকসভায় দেশের সর্বকনিষ্ঠ সাংসদদের মধ্যে অন্যতম সঞ্জনা জাটভ। কংগ্রেসের প্রতীকে রাজস্থানের ভরতপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সঞ্জনা। প্রায় ৫২ হাজার ভোটে হারিয়েছেন বিজেপির রামস্বরূপ কলিকে।

Advertisements

রইল সঞ্জনা জাটভ সম্পর্কে কিছু তথ্য:

  • বছর ২৫য়ের সঞ্জনা জাটভ দলিত সম্প্রদায়ের একজন এবং অষ্টাদশ লোকসভায় নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে একজন সর্বকনিষ্ঠ সদস্যা।
  • সঞ্জনা ২০১৯ সালে মহারাজা সুরজমল ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।
  • জয়ী প্রার্তী সঞ্জনা জাটভ রাজস্থান পুলিশে কর্মরত একজন কনস্টেবল কাপ্তান সিংকে বিয়ে করেছেন। তাঁদের দু’টি সন্তান রয়েছে।
  • নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায়, সঞ্জনা জাটভের ২৩ লাখ টাকা মূল্যের মোট সম্পদ, ৭ লাখের ঋণ রয়েছে।
  • ২০২৩ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে, জাটভ বিজেপির রমেশ খেদির কাছে ৪০৯ ভোটের ব্যবধানে হেরেছিলেন। পরাজয়ের হতাশা কাটিয়ে তিনি লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েন। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু করেন। তারপর দেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের হয়ে জয় পান।

মওকা বুঝেই মোদীর কাছে দাবি-দাওয়া শুরু চন্দ্রবাবুর!

Advertisements

রাজস্থানে ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস খাতা খুলতে পারেনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, বিজেপি রাজস্থানের ২৫টি আসনের মধ্যে ১৪টি আসন পেয়েছে। কংগ্রেসের দখলে ৮ আসন। সিপিআইএম, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি এবং ভারতীয় অখিল কংগ্রেস একটি করে আসনে জয়ী হয়েছে।

ফের কি দলবদল? ভোটে জিতেই অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ