INDIA: ‘ইন্ডিয়া’ চেয়ারম্যান খাড়গে, গোঁসা দেখতে গরহাজির তৃণমূল

expelled-five-congress-leaders-anti-party-activities

বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র (INDIA) চেয়ারম্যান হচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। শনিবার ইন্ডিয়া মঞ্চের রাজৈনতিক দল গুলোর প্রতিনিধিরা ভার্চুয়াল বৈঠকে বসেন। দিল্লিতে এই বৈঠক হয়। সেই বৈঠকে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এদিনের বৈঠকে তৃণমূলের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বৈঠকে অংশ নেন কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, এনসিপি, ডিএমকে, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী), আপ, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, জেডিইউ এবং সমাজবাদী পার্টি। তবে গরহাজির থাকে তৃণমূল।

   

বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার INDI জোটের কনভেনর হতে অস্বীকার করেন। এরপর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের নামে শিলমোহর পড়ে।

বৈঠক থেকে দূরে রইল তৃণমূল। তাদের অভিযোগ, শুক্রবার বিকেল ৫টা নাগাদ বৈঠকের কথা জানানো হয়েছে। এই অবস্থায় বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। তবে দিল্লির রাজনৈতিক মহলে আলোচনা, আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সাথে তীব্র দ্বন্দ্ব চলছে তৃণমূলের। তবে তৃণমূলের দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে শনিবারের বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেননি।

জানা গিয়েছে, বৈঠকের উদ্দেশ্য ছিল শরিক দলগুলির মধ্যে ব্যবধান দূর করা। কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে থাকা দলগুলিকে রবিবার মণিপুর থেকে শুরু হতে যাওয়া রাহুল গান্ধীর ভারত জোড় ন্যায় যাত্রায় সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। এখন কংগ্রেস সভাপতি ও ইন্ডিয়া চেয়ারম্যান হিসেবেই মণিপুর থেকে ভারত ন্যায় যাত্রা শুরু করাবেন খাড়গে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন