রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর। আর ১০০০ বা ১২০০ নয়, এবার মহিলাদের ২০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। সেইসঙ্গে মাত্র ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারও দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল। আসলে হরিয়ানায় বিধানসভা ভোটের মুখে বিরাট এই চমক দিল কংগ্রেস। হ্যাঁ ঠিকই শুনেছেন।
আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় মন্তব্য করেছেন হরিয়ানা কংগ্রেসের প্রধান উদয় ভান। তিনি বলেছেন, ‘হরিয়ানার কংগ্রেস সরকার ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক মহিলাকে ক্ষমতায়নের জন্য প্রতি মাসে ২০০০ টাকা করে দেবে। ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকদের পেনশন হিসেবে ৬ হাজার টাকা দেওয়া হয়।’
এদিন ওল্ড পেনশন স্কিম নিয়েও বড় ঘোষণা করা হয়েছে ‘হাত’ শিবিরের তরফে। কংগ্রেস নেতা বলেন, ‘পুরনো পেনশন প্রকল্প ফের চালু হবে। ২ লক্ষ শূন্য সরকারি চাকরি পূরণ করা হবে। হরিয়ানাকে মাদকমুক্ত করা হবে। চিরঞ্জীবী প্রকল্পের ধাঁচে ২৫ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। ১০০ গজের প্লট দেওয়া হবে দরিদ্র পরিবারকে। আমরা আইনি এমএসপি গ্যারান্টি নিশ্চিত করব।’
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেন, ‘১৯৬৬ সালে ইন্দিরা গান্ধীর হাত থেকে ২০১৪ সাল পর্যন্ত হরিয়ানা উন্নতি করলেও গত দশ বছরে হরিয়ানা অনেক পিছিয়ে গিয়েছে। আমরা আবার হরিয়ানাকে এক নম্বর করব।’ কংগ্রেসের তরফে স্লোগান দেওয়া হয়েছে, ‘পরিবর্তন শুরু হয়েছে। পরিস্থিতি হাত বদল হবে। গোটা হরিয়ানা কংগ্রেসের সঙ্গে রয়েছে।’
একই সঙ্গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আজ আমরা যে সাতটি গ্যারান্টি দিচ্ছি তা সরকার গঠনের সময় কার্যকর করা হবে। ৫৩ পাতার একটি নথি প্রকাশ করা হবে হরিয়ানায়। তিনি বলেছিলেন যে আমরা মহিলাদের ২ হাজার চাকরি দেব, আমরা যুবকদের ২ লক্ষ স্থায়ী চাকরি দেব। খাড়গের দাবি, ৩০-৩৫ লক্ষ চাকরি বন্ধ করে দেওয়ার জন্য বসে আছে কেন্দ্রীয় সরকার।’
#WATCH | Haryana Congress chief Udai Bhan says, ‘Congress government in Haryana will provide Rs 2000 per month to every woman above 18 years to empower them. LPG gas cylinders in Rs 500. Rs 6,000 pension to senior citizens. Old Pension scheme will be restored. 2 lakh vacant… https://t.co/UXlsOMsZTy pic.twitter.com/RRdyYnuxI7
— ANI (@ANI) September 18, 2024